যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত কক্সবাজার

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের খেলা। এই আসরে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তাই কক্সবাজারের ক্রীড়ামোদিদের মাঝে অন্যরকম উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। যুব বিশ্বকাপ সামনে রেখে ইতোমেধ্য শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউট ফিল্ড, ভেন্যুর উইকেট, ভিআইপি গ্যালারিসহ প্রয়োজনীয় সকল স্থানের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে গতকাল সোমবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এ সময় তিনি প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়া না আসলেও বাকি দলগুলো আসছে। ২০ জানুয়ারির মধ্যে সবাই বাংলাদেশে আসবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অস্ট্রেলিয়া আসছে না, এটা তাদের নিজস্ব ব্যাপার। রবিবার আইসিসি এবং সব দলের সঙ্গে মোবাইলে সভা হয়েছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সহ সব উপস্থিত ছিল এবং সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। বিশ্বকাপ খেলতে সব দল বাংলাদেশে আসবে। সবচেয়ে বড় কথা আইসিসি নিশ্চিত করে বলেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সুন্দরভাবে করা সম্ভব।
ক্রিকেট দলগুলো কখন আসছে এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে সব দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসছে। ফলে খুব একটা সময় নেই সামনে। আগামী ১০ দিনের মধ্যে স্টেডিয়ামগুলো আইসিসির কাছে হস্তান্তর করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন