যুব বিশ্বকাপের সরাসরি সম্প্রচারে রেকর্ড
বাংলাদেশের জাতীয় দলের খেলা হলেও এক সঙ্গে তিনটি টিভিতে সরাসরি সম্প্রচার দেখানো হয় না। অথচ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ক্ষেত্রে সেটি হচ্ছে! গাজী টিভি, মাছরাঙ্গা টিভি এবং বিটিভি উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। সেই সঙ্গে স্টার স্পোর্টসেও দেখা যাচ্ছে ম্যাচটি।
আইসিসি বরাবরই এই বিশ্বকাপটিকে আলাদা গুরুত্ব দেয়। এখান থেকে বেরিয়ে আসে ভবিষ্যতের তারকারা। ব্রায়ান লারা, সাকিব আল হাসান, হাশিম আমলা, ইনজামামুল হকের মতো ক্রিকেটাররা আলো ছড়াতে শুরু করেন তৎকালীন যুব বিশ্বকাপ থেকে।
আইসিসি বাংলাদেশে আয়োজিত এই আসর থেকে গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এবার রেকর্ড সংখ্যক ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। আগের ১০টি আসরে যা করা হয়নি। এর আগে আরব আমিরাতে অনুষ্ঠিত আসরের ১১টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে চারটি, ফতুল্লাহর সাতটি এবং শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে নয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন