‘যুব সমাজই পারবে যৌন হয়রানি বন্ধ করতে’

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য আখতার জাহান বলেন, আমরা আর কোন নারীকে যৌন হয়রানির শিকার দেখতে চাই না, আমরা আর কোন সহিংসতা চাই না। আমরা নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে দেশ গড়ব, আমাদের সমাজ গড়ব।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শনিবার বিকেল চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল মাঠে ইউএন ওমেন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আখতার জাহান বলেন, একমাত্র যুব সমাজই পারবে আমাদের দেশে যৌন হয়রানি বন্ধ করতে। কারণ দেশের প্রতিটি অর্জনে রয়েছে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা।
আলোচন সভা শেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আদিল হাসান ও সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন