যুব সমাজকে উদ্দেশ্য করে জাতীয় সংসদে রওশন এরশাদ যা বলেছেন!

যুব সমাজকে উদ্দেশ্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, ‘তোমরা যারা ব্যবসা করেছো খেয়াল রাখতে হবে ব্যবসা যেন ভেজালমুক্ত হয়। জনগণকে ঠকিয়ে তোমরা ব্যবসা করো না। দেশ অসাধু ব্যবসায়ীতে ভরে গেছে। তোমরা অসাধু ব্যবসায়ী হইয়ো না।’
সোমবার (২ মে) বিকেলে রাজধানীর কাওরান বাজারস্থ টিসিবি ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু তিনি অনুষ্ঠানে না আসায় অনুষ্ঠানের বিশেষ অতিথি রওশন এরশাদ প্রধান অতিথির আসন গ্রহণ করেন। তবে সংসদ অধিবেশন থাকায় তিনি আগেই বক্তব্যে দিয়ে চলে যান।
রওশন এরশাদ বলেন, ‘যুব সমাজই জাতির ভবিষ্যত। এই যুব সমাজকে কাজে লাগাতে হবে। যুবসমাজকে দক্ষ জনশক্তি এবং দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে হবে। যুব সমাজ যাতে ধ্বংসের দিকে না যায় সে জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলুল হক ফজলু’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পার্টির এস এম ফয়সাল চিশতী, রেজাউল ইসলাম ভূইয়া ও বেলাল হোসেন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন