যেকোনো ব্যথা দূর করবে বিশেষ এই চা
মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ-ব্যাধী বাসা বাঁধে। মাথা ব্যথা, পিঠে ব্যথা শরীরের যে কোনো জায়গা ব্যথা হয়। এসব ব্যথা উপশমে আইব্রুফেন খেয়েছেন নিশ্চয়ই? কী থাকে এই পেন কিলারে? মট্রিন, নিউরোফেন, অ্যাডভিল ও নিউপ্রিন। কিন্তু অনেক দিনের পুরনো ব্যথায় বার বার এই ওষুধ খেলে হাইপারটেনসন, ডায়রিয়া মতো সমস্যা তৈরি হয়। বাড়ে হার্ট অ্যাটাক বা কিডনি ক্যানসারের ঝুঁকি। তবে প্রাকৃতিক উপায়ে হলুদের সাহায্যে এই যন্ত্রণা উপশম করতে পারেন।
কাঁচা হলুদে থাকে সাইক্লোঅক্সিজেন টু। এ ছাড়াও কাঁচা হলুদে থাকা কারকিউমিন স্বাস্থ্য ভালো রাখতে পারে। যে কারণে স্তন্যদায়ী মায়েদেরও এই চা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এছাড়াও গাঁটের ব্যথা কমানোর পাশাপাশি পেশীর প্রসারণে সাহায্য করে হলুদ।
উপকরণ :
৪ কাপ সমপরিমাণ পানি, ২ টেবল চামচ কাঁচা হলুদ বাটা, লেবুর রস বা মধু।
তৈরির নিয়ম :
পানি গরম করে নিন। পানি ফুটতে থাকলে হলুদ বাটা দিন। ১৫-২০ মিনিট ফুটিয়ে আঁচ থেকে নামিয়ে ছেঁকে নিন। লেবুর রস বা মধু মিশিয়ে খান এই চা। ইচ্ছা হলে এই চায়ে মেশাতে পারেন আদার মূল।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন