যেভাবে অশ্বিনকে টপকালেন সাকিব
রবিচন্দ্রন অশ্বিনের কাছে ২০১৫ সালের ডিসেম্বরে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা হারিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর আবার সে জায়গাটি দখল করে নিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে আবার তিন বিভাগেই বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন তিনি।
অবশ্য এর আগে সাকিব তিন সংস্করণেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন। অন্যের বাজে পারফরম্যান্সে টেস্টের শীর্ষ জায়গাটা আবার ফিরে পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে ব্যাটহাতে খুব একটা ভালো করতে পারছেন না অশ্বিন। এই ভারতীয় অলরাউন্টডার ৪ ইনিংসে করেছেন মাত্র ২০ রান। ব্যাটিংয়ে অশ্বিনের বাজে পারফরম্যান্সই শীর্ষে উঠতে সহায়তা করেছে সাকিবকে।
আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, সাকিব টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন। অবশ্য এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা ছিলেন তিনি।
চলমান গল টেস্টের প্রথম ইনিংসে বলহাতে খুব একটা ভালো করতে পারেননি সাকিব, ৩২ ওভার বল করে মাত্র এক উইকেট পেয়েছেন, ৪৭ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি অলরাউন্ডার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন