যেভাবে ফাইনালে উঠে এলো রাজশাহী কিংস

বিপিএলে রাজশাহী কিংসের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই খুলনা টাইটান্সের কাছে তিন রানে হেরে যায় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ছয় উইকেটের জয় তুলে নেয় ড্যারেন স্যামির দল।
এরপর টানা তিন ম্যাচ হারে রাজশাহী। কিন্তু ষষ্ঠ ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় তারা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম ম্যাচে জয় তুলে নিয়ে ভালো অবস্থানে চলে আসে তারা। দশম ও ১১তম ম্যাচে হারলেও লিগ পর্বের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসকে বড় ব্যবধানে হারায় তারা।
পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থেকে প্লে-অফ ম্যাচ খেলে রাজশাহী কিংস। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল চিটাগং ভাইকিংস। ড্যারেন স্যামির অসাধারণ ব্যাটিংয়ে তামিম ইকবালদের বিদায় করে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটান্সকে সহজে হারিয়ে ফাইনালে উঠে রাজশাহী কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা এই তৃতীয়বারের মতো ফাইনালে উঠল। প্রথম দুই আসরে শিরোপা জিতেছিল ঢাকা গ্লাডিয়েটরস। তৃতীয় আসরে এলিমিনেটর ম্যাচে বরিশাল বুলসের কাছে হেরে বিদায় নেয় নেয় ঢাকা।
অন্যদিকে, রাজশাহী এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। প্রথম আসরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল দুরন্ত রাজশাহী। দ্বিতীয় আসরে তারা এলিমিনেটর ম্যাচে চিটাগং কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তৃতীয় আসরে রাজশাহীর কোনও দল ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন