যেভাবে সানি লিওন ৮৭ মিলিয়ন ডলারের মালিক
১৯৮১ সালের ১৩মে সানি লিওন কানাডার অন্টারিওতে জন্মগ্রহন করেন। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ৮৭ মিলিয়ন ডলারের মালিক।
সানি লিওন পর্ন ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেন। তার স্বামী ড্যানিয়েলও একজন পর্নস্টার। তারা ২০০১ সালে বিয়ে করেন।
২০১১ সালে ‘বিগ বস’ শো এর মাধ্যমে সানির বলিউড প্রবেশ। এই শো চলাকালীন সময়েই নামী পরিচালক মহেশ ভাট তাকে ‘জিসম-২’ তে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও পরে পূজা ভাট ছবিটি পরিচালনা করেন।
সানির প্রথম ছবি ‘জিসম ২’ সুপারফ্লপ হয়। কিন্তু এর মাধ্যমেই সানি লিওনের বলিউড যাত্রা শুরু হয়।
‘রাগিনী এমএমএস ২’ সানি লিওনের প্রথম হিট ছবি।
সানির ‘শ্যুটআউট অ্যাট ওয়ালদা’, ‘হেইট স্টোরি ৩’, ‘বলবিন্দর ফেমাস হো গ্যায়া’, এবং ‘সিং ইজ ব্লিং’ ছবিতেও তিনি কাজ করেছেন।
সম্প্রতি সানির ক্যারিয়ারে একটি বড় ঘটনা ঘটে। তিনি বলিউড কিং শাহরুখ খানের ছবি ‘রইস’-এর একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
এটাই শেষ নয়; শাহরুখের পর অজয় দেবগন এবং ইমরান হাশমির সঙ্গে বাদশাহ ছবিতেও কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন