শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যেভাবে হত্যা করা হয় জুলহাস-তনয়কে

জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে হত্যায় সরাসরি অংশ নেয়া তিনজনের দলটি পার্সেল দেয়ার কথা বলে তাদের বাসায় প্রবেশ করে। সোমবার সন্ধ্যায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইড-এর কর্মকর্তা জুলহাস ও তার বন্ধুকে নৃশংসভাবে হত্যা করে ‘আল্লাহু আকবার’ বলতে বলতে চলে যায় আততায়ীরা।

দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে পুলিশের এএসআই মমতাজ আহত হলেও তাদের কাছ থেকে একটি ব্যাগ কেড়ে নিতে সক্ষম হন বলে জানা যায়। তবে ব্যাগে কি রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

ওই ঘটনায় আহত হন আছিয়া নিবাস নামের বাড়িটির নিরাপত্তাকর্মি পারভেজ। তিনি সাংবাদিকদের জানান, বিকালে জুলহাসের নামে পার্সেল আসার কথা বলে বাড়িটিতে প্রবেশ করে হত্যাকারীরা।

পারভেজ বলেন, “সোমবার বিকেল ৫টার দিকে ১০-১২ জন বিভিন্ন বয়সী তরুণ ও যুবক বাড়িতে প্রবেশ করে। তারা নিচতলায় আমার কাছে এসে বলেন, দ্বিতীয় তলায় জুলহাস সাহেবের বাড়িতে যাব। একটি পার্সেল রয়েছে। তখন আমি বলি, আগে স্যারকে জিজ্ঞেস করে আসি। আমি তখন দ্বিতীয় তলায় গিয়ে কলিং বেল চাপি। জুলহাস স্যার দরজা খুলে দেন।”

“আমি স্যারকে জিজ্ঞাসা করি, আপনার কোনো পার্সেল আসবে কিনা? কয়েকজন এসে বলছেন, যে আপনার নামে পার্সেল রয়েছে। তখন স্যার বলেন, না আমার নামে তো কোন পার্সেল আসার কথা না।”

তিনি বলেন, “এমন সময় পিছনে তাকিয়ে দেখি তিনজন আমার পিছু নিয়ে উপরে উঠে এসেছে। আমি তাদের বলি, আপনারা উপরে এসেছেন কেন? আপনাদের না বলেছি নিচে অপেক্ষা করার জন্য? স্যার বলেছেন কোন পার্সেল আসার কথা নেই। যান আপনারা চলে যান।”

“এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন বড় ধারালো অস্ত্র বের করে আমার মাথার বাম পাশে চোখের উপরে কপালে কোপ দেয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার চোখ রক্ত দিয়ে ঢেকে যাওয়ায় আর কিছু খেয়াল করতে পারি নাই। শুধু একটি গুলির আওয়াজ শুনেছি। তবে গুলিটি কাকে করা হয়েছে সেটি দেখিনি।”

জানা গেছে, পারভেজকে কুপিয়ে জখম করে ঘরে ঢুকে জুলহাস ও তনয়কে এলোপাতাড়ি কোপায় তারা। এই সময় তারা চিৎকার শুরু করলে কয়েক রাউন্ড গুলি ছোড়ার শব্দের মধ্যেই তিনজন বেড়িয়ে যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বেডরুমে একজনের অার দরজার পাশে একজনের মরদেহ পড়ে ছিলো।

মা ও এক গৃহকর্মীকে নিয়ে ছয়তলা ভবনটির একটি ফ্ল্যাটে জুলহাস থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছেন পারভেজ।

নিহত জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির খালাতো ভাই। বিবিসি জানিয়েছে, বাংলাদেশের সমকামীদের প্রথম পত্রিকা রূপবানের সম্পাদক ছিলেন জুলহাস।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ