যেভাবে হবে মাশরাফি-তামিমদের দলবদল
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলোয়াড় বাছাই প্রক্রিয়া রোববার সকাল ১১টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে।
খেলোয়াড় নিবন্ধন করার প্রক্রিয়াটির নাম ‘প্লেয়ার্স বাই চয়েজ’। প্রিমিয়ার লিগে ৮ ক্যাটাগরিতে ২০৭ ক্রিকেটারের নাম ঠিক করা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিকও নির্ধারণ করা হয়েছে। সেই তালিকা থেকে ক্লাবগুলো ক্রিকেটারদের দলভুক্ত করবে। খেলোয়াড় বাছাই প্রক্রিয়াটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে অনুকরণে করা হয়েছে। খেলোড়ার বাছাই প্রক্রিয়ায় প্রথম ১৩ রাউন্ডে ‘এ’ থেকে ‘ই’ ক্যাটাগরি পর্যন্ত খেলোয়াড়ের দলভুক্ত করবে ক্লাবগুলো। এরপর ‘এ’ প্লাস ও আইকন ক্যাটাগরির খেলোয়াড়দের দল নির্ধারণ করা হবে।
লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কোন ক্লাব সর্বপ্রথম ‘কল’ করবে। এরপর একই প্রক্রিয়ায় দ্বিতীয় ও তৃতীয় ক্লাব ঠিক হবে। সবশেষ যে ক্লাব হবে সেই ক্লাব পরবর্তী রাউন্ডে সবার প্রথমে ‘কল’ করবে। এভাবেই ১৩ রাউন্ড চলতে থাকবে। ১৩ রাউন্ড শেষে আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের দল নির্ধারণ হবে।
২০৭ ক্রিকেটারের তালিকা থেকে সর্বনিম্ন দশ ও সর্বোচ্চ ১৫ ক্রিকেটারদের দলভুক্ত করতে পারবে ক্লাবগুলো। এ ছাড়া চাইলে ক্লাবগুলো পূর্বের আসরের দুজন খেলোয়াড়কে রেখে দিতে পারবে। যতটুকু জানা গেছে এরই মধ্যে দুজন করে খেলোয়াড় ক্লাবগুলো রেখে দিয়েছে। সেই তালিকাও বিসিবিকে দিয়ে দিয়েছে ক্লাবগুলো।
অবিক্রিত থাকা খেলোয়াড় ‘ফ্রি’ হিসেবে বিবেচিত হবে। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ প্রক্রিয়া শেষে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদেরকে দলভুক্ত করতে পারবে ক্লাবগুলো। এক্ষেত্রে যে পারিশ্রমিক নির্ধারণ করা আছে সেই পারিশ্রমিক দিয়েই খেলোয়াড়দের দলে নিতে হবে ক্লাবগুলোকে।
খেলোয়াড়রা যেন সম্পূর্ণ পারিশ্রমিক নির্ধারিত সময়ের মধ্যে পান, সে দিকেও খেয়াল করছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে ক্লাবগুলো বিসিবিকে একটি চেক দিয়ে দেবে। ক্লাবগুলো খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে গড়িমসি করলে বোর্ড চেক ভাঙিয়ে পারিশ্রমিক পরিশোধ করবে।
খেলোয়াড়রা তিন ভাগে পারিশ্রমিক পাবে। টুর্নামেন্ট শুরুর আগেই ৩০ ভাগ পারিশ্রমিক পেয়ে যাবে। ৩০ ভাগ পাবে টুর্নামেন্ট চলাকালীন সময়ে। টুর্নামেন্ট শেষ হওয়ার ছয় সপ্তাহের মধ্যে বাকি ৪০ ভাগ পারিশ্রমিক পেয়ে যাবেন খেলোয়াড়রা।
ক্রিকেটারদের প্রাথমিক তালিকা দেওয়া হলো :
আইকন-(পারিশ্রমিক-৩০ লাখ)
মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস।
এ প্লাস- (পারিশ্রমিক-২৫ লাখ)
সৌম্য সরকার, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, মিথুন আলী, নাসির হোসেন ও এনামুল হক বিজয়।
এ- (পারিশ্রমিক-২০ লাখ)
নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরাফাত সানী, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, রনি তালুকদার, শাহরিয়ার নাফীস, মোশারফ হোসেন রুবেল, নাঈম ইসলাম, লিটন কুমার দাস, শামসুর রহমান শুভ, তাসকিন আহমেদ।
বি প্লাস- (পারিশ্রমিক-১৫ লাখ)
জিয়াউর রহমান, অলক কাপালি, এনামুল হক জুনিয়র, ইলিয়াস সানী, আসিফ আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত, আসিফ হোসেন, আরিফুল হক, ফরহাদ হোসেন, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, মার্শাল আইয়্যুব, শফিউল ইসলাম, আল আমিন-২, মাহমুদুল হাসান লিমন, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, মেহেদী মারুফ, তানভীর হায়দার, তাইবুর পারভেজ, সৈকত আলী, তাইজুল ইসলাম, সোহরওয়ার্দী শুভ, আল আমিন হোসেন, শরীফউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মো. শরীফ, রকিবুল হাসান, সোহাগ গাজী, মো, শহীদ, তাপস বৈশ্য, তুষার ইমরান, ধীমান ঘোষ, সাকলাইন সজীব, আবুল হাসান, কামরুল ইসলাম।
বি- (পারিশ্রমিক-১২ লাখ)
আলাউদ্দিন বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, রবিউল ইসলাম শিবলু, নাজমুল হোসেন শান্ত, নাজমুল অপু, রাজিন সালেহ, ডলার মাহমুদ, মাইশুকুর রহমান, নাবিল সামাদ, সাইফ হাসান, জয়রাজ শেখ ঈমন, সাজেদুল ইসলাম, আবু হায়দার রনি, ইরফান শুক্কুর, ইয়াসির আলী, সাইফউদ্দিন, ইমতিয়াজ হোসেন, নাজমুল হোসেন, রাসেল আল মামুন, মিজানুর রহমান, মুনির হোসেন, দেলোয়ার হোসেন, তাসামুল হক, নাজমুল মিলন, বিশ্বনাথ হালদার, জুবায়ের লিখন, ফজলে রাব্বি, শুভাশীষ রায়, এজাজ আহমেদ, সাদমান ইসলাম, দেওয়ান সাব্বির, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, আব্দুল মজিদ, আবু সায়েম ও আবু জায়েদ।
সি- (পারিশ্রমিক-৮ লাখ)
সগীর হোসেন পাভেল, সৈয়দ রাসেল, রাহাতুল ফেরদৌস, আবু বক্কর সিদ্দিক, আবদুল হালিম, জাকারিয়া মাসুদ, জাবিদ হোসেন, সায়েম আলম রিজভি, পিনাক ঘোষ, সালমান হোসেন ঈমন, জসীমউদ্দিন, মেহেদী হাসান রানা, তৌহিদুল ইসলাম রাসেল, শহিদুল ইসলাম, অমিত মজুমদার, মুরাদ খান, নাজমুস সাদাত, সাকের আহমেদ, নাসুম আহমেদ, হামিদুল ইসলাম হিমেল, মোহাম্মদ ফুরকান, শেহনাজ আহমেদ, রুম্মন আহমেদ, রেজাউল করিম রাজীব, নাঈম ইসলাম জুনি, অভিষেক মিত্র, আহমেদ সাদিকুর রহমান, জাকির হাসান, নুর হোসেন মুন্না, নাসির উদ্দিন ফারুক, সালেহ আহমেদ শাওন, নিহাদ উজ জামান, সাজ্জাদুল হক রিপন, জনি তালুকদার, শাফাক আল জাবের, গোলাম কবির সোহেল, মাহবুবুল আলম রবিন, জুবায়ের আহমেদ, শাহিন হোসেন, নুরুজ্জামান, রবিউল ইসলাম রবি, মাহবুবুল করিম মিঠু, মনিরুজ্জামান, বেলাল হোসেন, কাফি খান, সঞ্জিত সাহা দ্বীপ, আলামিন সিদ্দিক সুজন, সুমন কুমার সাহা, মামুন হোসেন, খালেদ মাসুদ পাইলট, ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, নাহিদুল ইসলাম, জুপিটার ঘোষ, তাপস ঘোষ ও ইফতিখার সাজ্জাদ রনি।
ডি- (পারিশ্রমিক-৫ লাখ)
অমিতাভ কুমার নয়ন, মনোয়ার হোসেন, মেহরাব হোসেন জোশি, আরমান বাদশাহ, আশরাফুল হক শান্ত, আসলাম খান, আরমান হোসেন, সজীব মিয়া, ইয়াসিন আরাফাত, প্রসেনজিৎ দাস, মো. আজিম, হুমায়ুন কবির শাহিন, রাইয়ান উদ্দিন আরাফাত, হাবিবুর রহমান জনি, আবদুল্লাহ আল মামুন, ইমামুল মুস্তাকিন রাসেল ও ইসলামুল আহসান আবির।
ই-(পারিশ্রমিক-৩ লাখ)
আবদুর রহমান রনি, ইমন দাস, আনামুল হক, আনিসুর রহমান, মশিউর রহমান লিমন, গিয়াসউদ্দিন টুটুল, আহসানুল হক, রিফাতুজ্জামান অভি, রুবাইত হক সুমন, সৈয়দ গোলাম কিবরিয়া, শফিউল আলম, সুব্রত সরকার, ভিক্টর বড়ুয়া, মনির হোসেন খান, ইমরান হোসেন নয়ন, ইমরান আলী এনাম, নূর আলম সাদ্দাম, রাহি হাসান প্রান্ত, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আরাফাত মিশু, শেখ নাজমুল হোসেন, সুলতান হোসেন, কাজী অনিক ইসলাম, রিফাত প্রধান, মুজিবর রহমান, ইমন আহমেদ, ইনামুল মুস্তাকিন রাসেল, রিয়াদ হোসেন, রাহি নাহিদ ও মাহমুদুল হক সেতু।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন