যেমন হবে দেশের মেট্রোরেল (ভিডিও সহ)
রাজধানী ঢাকায় যানজটে নাকাল জনজীবন। প্রতিদিন মানুষের জীবনের বহু মূল্যবান সময় যানজটের কারণে পথেই নষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য হাহুতাশ করছে মানুষ। তবে কোনোভাবেই মুক্তি মিলছে না। প্রতিদিন কর্মঘণ্টা ও এর আগেপিছের সময়ে মিরপুর থেকে মতিঝিল আসা-যাওয়াতেই হারিয়ে যাচ্ছে কমপক্ষে পাঁচ ঘণ্টা। রাজধানীর অন্যান্য সড়কেও যানজটের একই চিত্র।
এই ভয়ঙ্কর যানজট থেকে মুক্তি পেতে মেট্রোরেলের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে এই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এরই মধ্যে। আশা করা হচ্ছে ২০২৪ সালে ঢাকায় চলবে মেট্রোরেল। তখন সাড়ে তিন মিনিট পরপর যাত্রী নিয়ে ছুটবে ট্রেন।
প্রথম পর্যায়ে (এমআরটি-৬) উত্তরা থেকে মিরপুর-আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত যাবে মেট্রোরেল। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করবে ৪৮টি ট্রেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের পথ নেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামলেও ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমআরটিডিপি)’ কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তা ও সুরক্ষার সব ব্যবস্থাই তারা নিয়েছে।
ঢাকার মেট্রোরেল কেমন হবে, তা জানাতে একটি অ্যানিমেটেড ভিডিওটি তৈরি করেছে ডিএমআরটিডিপি।
ভিডিওতে দেখানো হয়েছে, রাজধানীর রাস্তার মাঝ বরাবর উপর দিয়ে চলছে মেট্রোরেল। মেট্রোরেল স্টেশন হবে প্রায় দোতলা সমান উঁচু। বিনা টিকেটে কেউ ভ্রমণ করলে গুণতে হবে জরিমানা।
মেট্রোরেলের ১৬টি স্টেশন থাকবে উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী,মিরপুর-১১, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি. ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিলে। পুরো পথ যেতে ৪০ মিনিটেরও কম সময় লাগবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন