রম্য
যেসব খাতে ভ্যাট বসানো অতি জরুরি
বাজেট নিয়ে চারদিকে হৈচৈ চলছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। বরাবরের মতো হাস্যরস স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের কল্পনা করে বাজেটে ভ্যাট বাড়ানোর কিছু খাত বের করেছে। প্রিয় পাঠক, আসুন দেখে নিই কী সেসব খাত।
১. ফেসবুক লাইক
ফেসবুকের লাইকের ওপর কর দেওয়া অতি জরুরি। কেননা, দেশে আশঙ্কাজনক হারে ফেসবুক সেলিব্রেটি বেড়ে যাচ্ছে। সে ক্ষেত্রে প্রতি হাজার লাইকে, ৮০টা করে লাইক কর দিতে হবে।
২. বুদ্ধিজীবী
মাঠেঘাটে, রাস্তায়, নদীনালা, খালবিল তথা টিভি চ্যানেলে ইদানীং বুদ্ধিজীবীদের জ্বালায় অতিষ্ঠ আমজনতা। তাঁদের কথা শুনতে শুনতে চিকুনগুনিয়া রোগের মতো বুদ্ধিজীবী ছড়িয়ে যাচ্ছে চারদিকে। আগে দেশে কাকের চেয়ে কবি বেশি ছিল, আর এখন বুদ্ধিজীবী। তাই বুদ্ধিজীবীদের ওপর কর আরোপ করা সময়ের দাবি। অর্থাৎ বুদ্ধিজীবীরা যখন কথা বলবেন, তখন ফোন কোম্পানির কলরেটের মতো অটোমেটিক তাঁদের ব্যাংক থেকে টাকা কাটবে।
৩. সেলফি
ঠিকমতো মনিটর করতে পারলে সেলফি হতে পারে সবচেয়ে লাভজনক আয়কর খাত। কেননা, বিশেষ করে আমাদের দেশের প্রতিটি মানুষ সেলফিশীল।
৪. যাদের গার্লফ্রেন্ড আছে
যারা গার্লফ্রেন্ডের ব্যাপারে সিরিয়াস, তাদের করের আওতাভুক্ত করতে হবে। কেননা, গার্লফ্রেন্ড থাকলে ছেলেদের প্রচুর খরচ করতে হয়। যে ছেলে গার্লফ্রেন্ড চালাতে পারে, নিশ্চয় সে সম্পদশালী।
এই সংক্রান্ত আরো সংবাদ
আহা চিকুনগুনিয়া !
ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’
চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন
ধর্ষিতা মেয়েটির গল্প
পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন