যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৩০ মিনিটে।
এদিকে বাংলাদেশি সমর্থকদের জন্য সুসংবাদ হল ভারতের বিপক্ষে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার এইচডি ওয়ান, স্টার এইচডি থ্রি।এছাড়া অনলাইনে হটস্টারেও ম্যাচটি দেখা যাবে।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে তামিমের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করে বাংলাদেশ। তবে ফাহিম আশরাফের ব্যাটে ৩ বল বাকি থাকতেই ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় পাকিস্তান।
তাই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের বিপক্ষে জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে `এ` গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন