যেসব চ্যানেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ । ৭ মার্চ গল টেস্ট দিয়ে শুরু হবে টাইগারদের লঙ্কান মিশন। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
চ্যানেল নাইন ছাড়াও বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের ম্যাচগুলো দেখা যাবে টেন ক্রিকেটে। এছাড়া সিরিজের ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ দেখাবে বিটিভি।
গত ২১ ফেব্রুয়ারি দুটি টেস্টের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ঘোষিত দলে ডাক পান পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। জায়গা পান রুবেল হোসেন। বাদ পড়েন ইমরুল কায়েস।
২৩ ফেব্রুয়ারি থেকে মিরপুরে অনুশীলন চালিয়ে যায় টাইগাররা। ২৭ ফেব্রুয়ারি স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় পা রাখেন তাসকিন-তাইজুলরা। সেখানে কিছু সময় বিশ্রাম করে সবাই মিলে বেরিয়ে পড়েন মধুর সময় কাটাতে।
প্রসঙ্গত, ১৫ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
টেস্ট স্কোয়াড (বাংলাদেশ):
মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বী।
টেস্ট স্কোয়াড (শ্রীলঙ্কা):
রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), দিমুথ করুণারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদ্বীপ, ভিকুম সঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান ও মালিন্দা পুষ্পকুমারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন