যে অ্যালার্মে উঠতেই হবে
রাত করে ঘুমাতে যাওয়ায় সকালে ওঠার জন্য অ্যালার্মই ভরসা। কিন্তু প্রথমবার অ্যালার্মে ঘুম ভাঙা অসম্ভব। ১০-১৫ মিনিট করে পেছাতে পেছাতে দেখা যায় যখন ওঠার কথা তারও আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরে ঘুম ভাঙছে। পরে তড়িঘড়ি করে গন্তব্যের দিকে দৌড়।
এই আলসেমি কাটানোর জন্য নতুন এক ধরনের অ্যালার্ম নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠান রৌগি। কোনো ঘড়ি, মোবাইল বা অ্যাপ নয়। রৌগির অ্যালার্ম বসানো হয়েছে মেঝের পাপোসে। এবং সেটা হাত দিয়ে থামানো যাবে না। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
অ্যালার্ম বন্ধ করতে হলে আপনাকে বিছানা ছেড়ে উঠে পাপোসে পা রাখতে হবে পাক্কা ৩ সেকেন্ড। মজার বিষয় হচ্ছে এই অ্যালার্মে স্নুজিং বা সময় পেছানোর কোনো সুযোগই রাখা হয়নি। অর্থ্যাৎ অ্যালার্ম যখন বাজবে তখনই উঠতে হবে।
আরো আছে। আপনি অ্যালার্ম থামানোর পর রৌগির এই অ্যালার্ম শুভেচ্ছাবার্তা জানাবে আপনাকে। যাতে দিনটা সুন্দরভাবে নতুন করে শুরু করতে পারেন। এই বার্তাগুলো কাস্টমাইজ ভয়েসে রেকর্ড করা থাকবে এবং একেকদিন একেক রকমের শুভেচ্ছাবার্তা জানানো হবে। কখনো কোনো উক্তি দিয়ে আবার কখনো হয়তো কোনো কৌতুক দিয়ে শুরু হবে দিন।
তবে এই ডিভাইস এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। বানানো হয়েছে এর প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ। তবে তাও পুরো কাজ করতে সক্ষম নয়। বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার জন্য প্রয়োজন বিনিয়োগ। আর সে জন্যই কিকস্টার্টার ডটকমের মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের চেষ্টা করছে রৌগি।
৫৯ মার্কিন ডলার থেকে শুরু করে ৯৯ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে রৌগির এই অ্যালার্মের দাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন