যে কারণে আওয়ামী লীগের সম্মেলনে আসেননি শেখ রেহানা
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে। সম্মেলনে ১১ দেশের ৫৯ জন বিদেশি মেহমানসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাড়ে ৬ হাজার কাউন্সিলর ও প্রায় ৪০ হাজার ডেলিগেট উপস্থিত হন।
তবে ঢাকা দক্ষিণ থেকে শেখ রেহানাকে কাউন্সিলর করা হলেও তিনি সম্মেলনের প্রথম দিন যোগ দেননি। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে যোগ না দিলেও দ্বিতীয় অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য-প্রযু্ক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বেলা ৩টা ৫০ মিনিটে সম্মেলনের মঞ্চে ওঠেন জয়। জয় এবারই প্রথম দলের কাউন্সিলর হয়েছেন। রংপুর জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন তিনি।
আরো পড়ুন… যে কারণে আ’লীগের জাতীয় সম্মেলনে যায়নি বিএনপি
এর আগে শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে বিভিন্ন জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পদকরা সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। সম্মেলন স্থলে বিদেশি অতিথি, মন্ত্রিসভার সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতা, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন