যে কারণে এক বছর নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল

ডোপিং-আইন লঙ্ঘনের অপরাধে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে।
কিংস্টনে বুধবার জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশনের (জ্যাডকো) স্বতন্ত্র একটি তদন্ত প্যানেল রাসেলকে এই নিষেধাজ্ঞা দিয়েছে।
গত মার্চেই রাসেলের বিরুদ্ধে অভিযোগ এনেছিল জ্যাডকো। ২০১৫ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ও ২৫ জুলাই- তিনবার ডোপ পরীক্ষা দিতে ডাকা হয়েছিল রাসেলকে। কিন্তু তিনবারের একবারও উপস্থিত হননি ক্যারিবীয় অলরাউন্ডার।
সাধারণত ১২ মাসের মধ্যে তিনবার ডোপ পরীক্ষায় অনুপস্থিত থাকলে ধরে নেওয়া হয় ওই অ্যাথলেট ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাই নিষেধাজ্ঞার খড়্গ ঝুলছিল রাসেলের ওপর।
প্রথমে এই মামলার রায় দেওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। তবে রায়ের দিন পিছিয়ে ৩১ জানুয়ারি নেওয়া হয়। বুধবার কিংস্টনে সেই চূড়ান্ত রায়ই শুনিয়ে দিল জ্যাডকোর স্বতন্ত্র একটি তদন্ত প্যানেল। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু ৩১ জানুয়ারি থেকেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন