যে কারণে ছাড়া পেল মাশরাফি ভক্ত মেহেদি হাসান

মাঠে প্রবেশকারী আটক মাশরাফি ‘ভক্ত’ সেই মেহেদি হাসানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (০২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব বলেন, তাকে আমরা মাঠে প্রবেশ করার পর থেকে জিজ্ঞাসাবাদ করেছি, বিসিবির কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে খারাপ কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি।
জিজ্ঞাসাবাদে মেহেদি জানান, তিনি মাশরাফিকে খুব ভালো বাসেন। ম্যাচ চলাকালে মাশরাফি ব্যথা পেয়ে মাঠ ছেড়ে চলে যান। তার পরিবর্তে নাসির হোসেনকে মাঠে নামানো হয়। পরে মাশরাফি সুস্থ হয়ে আবার মাঠে আসেন। মেহেদি আবেগ সামলাতে না পেরে দৌড়ে মাঠে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরে পেলেন। তবে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন