বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে “ডাবল” মৃত্যুদণ্ড ঐশীর

সস্ত্রীক পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে “ডাবল” মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ডাবল মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত ঐশীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় ঐশী আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। তিনি ডাবল মৃত্যুদণ্ডের ব্যাখ্যাও দিয়েছেন তার পরযবেক্ষণে।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ রায় প্রত্যাখ্যান করেছে। আসামিপক্ষের আইনজীবী জানান, হত্যাকাণ্ডের সময় ঐশীর বয়স ছিল ১৭ বছর। দেশের সংবিধান অনুযায়ী ১৮ বছরের নিচের কাউকে শিশু হিসেবে ধরা হয়। সে হিসাবে ঐশীকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হয়নি। তা ছাড়া হত্যাকাণ্ডের সময় সে মাদকাসক্ত ছিল। উত্তেজনাবশত সে হয়তো এমন কাজ করেছে। এ জন্য তার সর্বোচ্চ শাস্তি দেওয়া ঠিক হয়নি।

রাষ্ট্রপক্ষের প্রভাবে রায় এমন হয়েছে দাবি করে ঐশীর আইনজীবীরা জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

রাষ্ট্রপক্ষের দাবি, হত্যাকাণ্ডের সময় ঐশীর বয়স যে ১৭ বছর ছিল আসামিপক্ষ তা প্রমাণ করতে পারেনি। বিভিন্ন তথ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদনে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের সময় ঐশী সাবালিকা ছিলেন। তা ছাড়া হত্যাকাণ্ডের সময় ঐশী হুইস্কি খেয়েছিল বলে আসামিপক্ষ যে দাবি করেছিল, তারা তা প্রমাণ করতে পারেনি।

রায়ের পর্যালোচনায় বিচারক জানান, মামলাটি পর্যালোচনা করে দেখা গেছে, পরিকল্পনা করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বিচারক জানান, বাবাকে হত্যার পরিকল্পনা ছিল না ঐশীর। তার উদ্দেশ্যে ছিল মাকে হত্যা করার। সে হিসাবে সে তার মাকে হত্যা করে। মাকে হত্যার পর সে ভাবে, ‘বাবাকে হত্যা না করলে আমি বাঁচতে পারব না’। সেজন্য সে বাবাকেও হত্যা করে।

বিচারক বলেন, যেহেতু হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত, সে জন্য তার সর্বোচ্চ শাস্তিই পাওয়া উচিত।

বিচারক আরও বলেন, “একজন শিশুর বিরুদ্ধে এমন রায় দেওয়ায় আপনারা হয়তো বা সমালোচনা করবেন। আমি ভেবে দেখেছি বয়স যা-ই হোক তার সর্বোচ্চ শাস্তিই পাওয়া উচিত।”

এই মামলায় চার আসামির মধ্যে ঐশীর দুই বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড এবং আসাদুজ্জামান জনিকে খালাশ দের আদালত। এদের মধ্যে জনি শুরু থেকেই কারাগারে আছেন। আর রনি আছেন জামিনে।

অন্য আসামি ঐশীদের বাসার শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। গত বছরের ২০ মে সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে জামিন দেন শিশু আদালতের বিচারক জাকিয়া পারভিন। গত বছরের ১ জুন গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মা সালমা বেগমের জিম্মায় জামিনে মুক্তি পেয়েছে সে।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন গৃহকর্মী সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন ঐশী। তার কাছ থেকে তথ্য নিয়ে পরে গ্রেপ্তার করা হয় ঐশীর বন্ধু রনি ও জনিকে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমি বলেছিল, রাতে বাবা-মায়ের কফিতে ঘিুমের ওষুধ মিশিয়েছিল সে। পরে তারা অচেতন হয়ে পড়লে রনি ও জনিকে নিয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাদের। এরপর লাশ দুটি টেনে বাথরুমে নিয়ে রাখা হয়। এ সময় সুমির সহযোগিতা নেয় তারা। সকালে ছোট ভাই ওহী রহমান ও সুমিকে নিয়ে বাসা থেকে পালান ঐশী। পরদিন সকালে পত্রিকায় বাবা-মার লাশ উদ্ধারের খবর পড়ে রমনা থানায় গিয়ে আত্মসমর্পন করেন।

হত্যাকাণ্ডের পরদিন মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল থানায় হত্যা মামলা করেন, যদিও তিনি মনে করেন ঐশী তার বাবা-মাকে খুনে করেনি।

২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তাতে বলা হয়, ঐশীই তার বাবা-মাকে হত্যা করেন; আর বন্ধু রনি ও জনি আর গৃহকর্মী সুমি সহযোগিতা করে তাকে।

ঐশী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পরে তা অস্বীকার করে বলেন, ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীসহ তিন আসামির বিরুদ্ধে গত বছরের ৬ মে এ মামলায় অভিযোগ গঠন করেন মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান আবার অভিযোগ গঠন করেন এবং ঐশীদের বিচার শুরু করেন। বাদীপক্ষে ৫৭ জন সাক্ষীর মধ্যে ঐশীর চাচাসহ ৩৯ জনের জবানবন্দি নেন আদালত।

রাষ্ট্রপক্ষে বিশেষ প্রসিকিউটর মাহবুবুর রহমান এবং আসামিপক্ষে ফারুক আহমেদ ও মাহবুবুর রহমান রানা গত ২০ অক্টোবর ও ৪ নভেম্বর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

১৩ অক্টোবর মামলার প্রধান আসামি ঐশীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। সে সময় নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দাখিল করেন ঐশী। অপর দুই আসামি জনি ও রনিও নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল