যে কারণে তামিম আজকে ব্যাটিং হরে নাই!
বাংলাদেশ একাদশ গঠন নিয়ে পছন্দের তালিকায় প্রথম কাতারেই থাকবেন তামিম ইকবাল, এতে কোনো সন্দেহ নেই। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে।
কিন্তু কেন হঠাৎ কেন নেই তামিম? এমনিতে পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ দলের অবস্থা বেশ নড়বড়ে। সেখানে কেনই বা তামিমের মতো অভিজ্ঞ ওপেনারকে ছাড়া মাঠে নামতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানান গেছে, তামিমের ফুড পয়জনিং হয়েছে। রোববার থেকেই তাঁর পেটের পীড়া শুরু হয়। তাঁকে একাদশে রাখার জন্য সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু অবস্থার খুব বেশি উন্নতি হওয়ায় তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়ার মোকাবিলায় নামতে হয়েছে মাশরাফিদের।
তাই বাংলাদেশের ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন মোহাম্মদ মিথুন। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলে বড় ধরনের পরিবর্তন এসেছে।
চমকজাগানো বিষয় হচ্ছে, একাদশে জায়গা পেয়েছেন ঢাকা থেকে মাত্রই বেঙ্গালুরুতে যাওয়া বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব ও অলরাউন্ডার শুভাগত হোম। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানির জায়গায় দলভুক্ত হয়েছেন তাঁরা।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মূলত দলে নেওয়া হয়েছে এই দুজনকে। আর অনুমিতভাবেই দলে ঢুকেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর চোট থেকে সেরে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন