যে কারণে থাইল্যান্ড যাচ্ছেন শুভ-ফারিয়া ও রোশান-ফারিন

ঢাকাই চলচ্চিত্রের তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির নির্মিতব্য সিনেমা ‘ধ্যাততেরিকি’। এ সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন শুভ-ফারিয়া ও রোশান-ফারিন। তিনটি গান বাদে সিনেমাটির অন্যান্য দৃশ্যের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এ তিনটি গানের শুটিং থাইল্যান্ডে করা হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার গানগুলোর শুটিংয়ের উদ্দেশ্যে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকা ছেড়ে থাইল্যান্ডে যাচ্ছেন শুভ-ফারিয়া ও রোশান-ফারিন। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এ সিনেমার গানের শুটিং শুরু করা হবে বলে জানান চিত্রনায়ক রোশান।
এ প্রসেঙ্গ রোশান বলেন, “আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ‘ধ্যাততেরিকি’ সিনেমার গানের শুটিং শুরু করা হবে। থাইল্যান্ডে যাওয়ার জন্য সকল কাগজপত্র অ্যাম্বাসিতে জমা দিয়েছি। আশা করছি নির্দিষ্ট সময় শুটিং শুরু করতে পারব।”
তিনি আরো বলেন, “এ সিনেমার শুটিং শেষে ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ সিনেমার শুটিং অংশ নিতে ইন্ডিয়ায় যেতে হবে।”
‘ধ্যাততেরিকি’ সিনেমায় শুভ-ফারিয়া, রোশান-ফারিন ছাড়াও অভিনয় করছেন সুষমা, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শামীম হোসেন, চিকন আলী প্রমুখ। গত ৮ জানুয়ারি থেকে গাজীপুরে এ সিনেমার শুটিং শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন