যে কারণে দলে নেই নাসির, আল আমিন ও রুবেল
টিম কম্বিনেশনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন নাসির হোসেন। আর স্কিল ফিটনেস এবং ফিটনেস নিয়ে কিছু সমস্যা আছে আল আমিন ও রুবেল হোসেনের এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নাসির ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন। সেখানে ভালো পারফর্মও করেছিলেন। কিন্তু সবাইকে বিস্মিত করে নিউজিল্যান্ড সফরের ও অস্ট্রেলিয়ায় ক্যাম্পের ২২ সদস্যের দলেও নেয়া হয়নি নাসিরকে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, নাসির আসলে টিম্ব কম্বিনেশনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন।
নান্নুর মতে তার লড়াইটা হয়েছে মূলত সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকারের সাথে। ব্যাটিংয়ে এই তিন জনের চেয়ে পিছিয়ে গেছেন। পাশাপাশি নিউজিল্যান্ডের কন্ডিশনে পেস বোলিংয়ের বিপক্ষে নাসিরের দুর্বলতা তাকে পিছিয়ে দিয়েছে বলে দাবি করছেন প্রধান নির্বাচক।
টিম কম্বিনেশনের ব্যাপারে বলতে গিয়ে নান্নু বলছিলেন, ‘শর্টার ও লংগার ভার্শনে সাত নম্বরে ব্যাট করার জন্য অলরাউন্ডার হিসেবে রুম্মন ও সৈকত এগিয়ে থেকেছে। লংগার ভার্শনে সৌম্যকেও ওখানে বিবেচনা করতে হয়েছে। এ ছাড়া মিরাজ ও শুভ আছে স্পিনিং অলরাউন্ডার হিসেবে। এখন এই সাত-আট নম্বরের জন্য তিন ফরম্যাটে আমরা পাচ জনের বেশী তো বিবেচনা করতে পারি না। ফলে নাসির আসলে টিম কম্বিনেশনের জন্যই বাদ পড়েছে।’
পাশাপাশি নাসিরের নিউজিল্যান্ডের উইকেটে উপযোগিতা নিয়েও ম্যানেজমেন্টের সন্দেহ আছে বলে জানালেন নান্নু, ‘ও তো পেস বোলিংয়ের বিপক্ষে সবসময় একটু দুর্বল। নিউজিল্যান্ডে ব্যাটসম্যানদের রিয়েল মুভমেন্ট সামলাতে হবে। নাসির এখনও এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারেনি। এটাও তাকে বাইরে রাখার একটা কারণ ছিলো।
ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর এবং প্রস্তুতি ক্যাম্পের জন্য ইতিমধ্যে শুক্রবার ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই পেসার আল আমিন হোসেন এবং রুবেল হোসেন। অবশ্য তাদের রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।
এই দুই পেসার সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, স্কিল ফিটনেস এবং ফিটনেস নিয়ে দু’জনেরই কিছু সমস্যা আছে। এটা নিয়ে তারা কাজও করছে। তাদের যোগ্যতা নিয়ে আমাদের সন্দেহ নেই। আমরা নিশ্চিত ঘরোয়া ক্রিকেটে এই সমস্যাগুলো কাটিয়ে ওরা দ্রুত ফিরে আসবে।’
তবে আলাদা করে আল আমিন প্রসঙ্গে বলতে গিয়ে নান্নু জানালেন আল আমিনের নেটে বোলিং খুব একটা সন্তোষজনক নয়, টিম ম্যানেজমেন্টকে খুশি করার মতো অন্তত নয়।
তিনি বলেন: নেটে ওর বোলিং ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পারছে না। কিছু সমস্যা থেকেই যাচ্ছে। পাশাপাশি ভালো বোলিং করার জন্য যতোটা ফিট থাকা দরকার, তাও একটু অভাব আছে।
আর রুবেলের ব্যাপারে নান্নুর বক্তব্য রুবেল এখনও তার ইনজুরির ধকল কাটিয়ে ওঠেন নি। গত ওয়ানডে বিশ্বকাপে রুবেলের বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন রুবেল। তবে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি। এই কারণেই দল থেকে বাদ পড়েছেন তিনি।
নান্নু আরো বলেন: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে তো দারুন পারফরম্যান্স ছিলো রুবেলের। কিন্তু ওখান থেকে ফেরার পর থেকে তো ও রিদমে আসতে পারছে না ইনজুরির জন্য। আমরা তো ওয়ানডেতে নিয়েও দেখলাম। এখন এতো লম্বা সফর। ওকে এরকম পুরোপুরি ফিট না হলে নিয়ে যাওয়াটা ঝুঁকি হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন