যে কারণে নিজেকে ভাগ্যবান মনে করেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্যারিয়ার শুরু করেছিলেন টেস্ট ম্যাচ দিয়ে।বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে। তার এক বছর পরই টেস্ট অভিষেকের মধ্য দিয়ে জাতীয় দলে প্রবেশ মাশরাফির। কিন্তু ক্যারিয়ার জুড়ে ইনজুরির কারণে টেস্ট খেলা হয়েছে মাত্র ৩৬টি। ২০০৯ সালে খেলেছেন শেষ টেস্ট।
টেস্ট ক্যারিযার তার অপূর্ণ থাকলেও দেশের অনেক সাফল্যের কারিগর তিনি। তার হাত ধরেই ওয়ানডেতে বাংলাদেশ এখন বড় দল। এসেছে বড় বড় জয়। ২০০৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে শততম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ভারতে হারিয়ে চমক দেখিয়েছিল টাইগাররা। সেখানে অসাধারণ পারফরম্যান্সের জন্য মাশরাফি জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার।
রবিবার শততম টেস্ট ম্যাচ জিতে নেয় মুশফিকরা। দলে ছিলেন না মাশরাফি। তবে অনুশীলন ফেলে পুরো দিনের খেলা দেখেছেন ড্রেসিংরুমে বসে। ম্যাচ শেষে মুশফিকদের আনেন্দে হয়েছেন সামিল।
দেশের হয়ে শততম টেস্ট খেলতে না পারলেও মাঠে বসে ঐতিহাসিক জয়টা তো দেখেছেন। আর এ কারণেই নিজেকে ভাগ্যবান মনে করছেন মাশরাফি।
বলেছেন,‘শততম টেস্ট আমরা জিততে পেরেছি, বাংলাদেশের জন্য এটা বিরাট বড় ব্যাপার। আর সবার জন্যই শততম টেস্ট ম্যাচের জয় দেখা আনন্দের ব্যাপার। আমরা ওয়ানডে খেলতে এসেছি, ড্রেসিংরুমে ঢোকার সুযোগ হয়েছিল। ওদের অনুভূতিটা কেমন ছিল, সেটা দেখতে পেরেছি। আমি বলব যে, আমরা খুব ভাগ্যবান। আমি নিজেও ভাগ্যবান, এই আনন্দে শরিক হতে পেরেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন