যে কারণে নিলামে থাকছেন না মাশরাফিসহ ছয় টাইগার
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। সব ঠিক থাকলে টি-২০ এর এই জনপ্রিয় আসরটি আগামী মাসেই মাঠে গড়াবে। এবারের বিপিএলে অংশ নেয়া ছয়টি ক্রিকেট দলে দেখা দিয়েছে খেলোয়াড় বাছাইয়ের প্রতিযোগিতা। ঘরোয়া এই টি২০ টুর্নামেন্টে ক্রিকেটারদের নিলাম হবে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে। লটারির মাধ্যমে অনুষ্ঠেয় এই নিলামে তোলা হবে না দেশীয় ছয় আইকন ক্রিকেটারকে। দল অনুযায়ী আইকন ক্রিকেটার ঠিক করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের তৃতীয় আসরকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে খেলোয়াড়ের তালিকা প্রকাশ। নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কিনতে পারবে তাদের পছন্দের ক্রিকেটারকে। কিন্তু দেশীয় ছয় আইকন ক্রিকেটারকে শেষ পর্যন্ত নিলামে ওঠানো হচ্ছে না। দেশীয় ছয় আইকন ক্রিকেটারকে নিলামে না তুলে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে নিলাম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মালিক বলেন, ‘আমরা চাচ্ছি না ছয়জন আইকন ক্রিকেটারকে নিলামে তুলতে। তাদের জন্য দলও ঠিক করে দিচ্ছি। যাতে করে তারা তাদের দলের সঙ্গে বসে নিজেদের দল গোছাতে পারে।’প্রসঙ্গত, আগের দুটি আসরে আইকন ক্রিকেটারদের নিলামে তোলা হয়েছিল। ছয়জন আইকন ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও তালিকা প্রকাশ করেছে বিপিএল কমিটি। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। দেশীয় এই ছয় আইকনকে ছয় দলে ভাগ করে দেয়া হবে। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য থাকবে তাদের। ৩৫ লাখ টাকা পাবেন আইকন ক্যাটাগরির ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বিসিবিই ঠিক করে দিবে কোন আইকন ক্রিকেটার, কোন দলে খেলবেন। সেটা পেয়ার্স বাই চয়েজ লটারী নিলামের আগেই চূড়ান্ত করা হবে। এর ফলে আইকন ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যুক্ত হয়ে নিজ দল গঠনের কাজ করতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন