যে কারণে নেইমারের দুই বছরের জেল হচ্ছে ..!
মামলা-মোকদ্দমার শিরোনাম থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছেন না নেইমার। বরং এবার একটু বেশিই চাপের মধ্যে পড়ে গেছেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সবকিছুর শেষে দুর্নীতির অভিযোগে নেইমারের দুই বছরের জেল চাইলেন স্পেনের সরকারী আইনজীবী। সেইসঙ্গে রয়েছে বিশাল অর্থের জরিমানাও।
ঘটনাটা এখন প্রায় সব ফুটবলপ্রেমীদেরই জানা। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে যখন বার্সেলোনায় যোগ দেন তখনই নেইমার জালিয়াতি করেন বলে অভিযোগ আনা হয়। সেই যে শুরু, এরপর থেকেই চলছে মামলা। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে কর ফাঁকির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
স্প্যানিশ আইনে কর ফাঁকি অত্যন্ত বড় অভিযোগ। যে অভিযোগে ফেঁসেছেন নেইমারের ক্লাব সতীর্থ লিওনেল মেসিও। বিশ্বফুটবলের বিস্ময় মেসি। কিন্তু তারপরও মিলছে না মুক্তি! তাকেও ২১ মাসের জেল দিয়েছে দেশটির আদালত। যদিওবা সেই মামলা এখনও চলছে। স্পেনের আইনে আবার জেলের মেয়াদ দুই বছর হলে সেটা এড়ানোর জন্য আবেদন করা যায়। বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার অবশ্য সেটাই করছেন। তবে এসব কর্মকাণ্ডে আর্জেন্টাইন তারকা যে চরম বিরক্ত তা আর বলার অপেক্ষা রাখে না। যে কারণেই সাম্প্রতিক সময়ে মেসির কাতালান ক্লাব ছাড়ার গুঞ্জনের একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মামলা সংক্রান্ত জটিলতা।
এদিকে বড় ধরণের শাস্তির মুখে বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলও। এই ঝামেলায় পড়ে ২০১৪ সালে ক্লাবটির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তারপরও মুক্তি মিলছে না তার। কেননা নেইমারের ট্রান্সফারের সময় তিনিই যে সভাপতির দায়িত্বে ছিলেন। বুধবার বিচারপতি জোস পার্লস সাফ জানিয়ে দিয়েছেন যে, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের জেল এবং ক্লাবকে ৮.৪ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে। রোসেল, নেইমার এবং তার বাবাকে অবশ্যই আদালতের মুখোমুখি হতে হবে।
এদিকে সান্তোসের স্ট্র্যাটেজিক পার্টনার ডিআইএস নেইমারের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেল দাবী করেছেন। তাদের দাবি, নেইমার অবশ্যই দোষী। যে কারণে জেলের পাশাপাশি ১৬০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন