যে কারণে ফেসবুক অ্যাপ ব্যবহার করা উচিৎ নয়
বর্তমানে সব স্মার্টফোন ব্যবহারকারীর স্মার্টফোন যদি ঘেটে দেখা হয় তবে আর কিছু না হোক অন্তত ‘ফেসবুক’ অ্যাপটি সবার স্মার্টফোনেই আছে। হ্যাঁ, এই ফেসবুক অ্যাপটি প্রায় সকল স্মার্টফোনেই প্রি-ইন্সটল্ড অ্যাপলিকেশন হিসেবেই দেয়া থাকে আর না হলেতো পরে আমরাই আবার ইন্সটল করে নেই। কিন্তু জেনে অবাক হবেন তবে সত্য যে এমনও কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে ফেসবুকের এই অ্যাপলিকেশনটি আপনার ব্যবহার করা উচিৎ নয়। চলুন, সেই কারণগুলো জেনে নেয়া যাক।
ব্যাটারি ড্রেইন করে
অন্য সকল অ্যাপলিকেশনের মতই ফেসবুকও ব্যাটারি ড্রেইন করে থাকে তবে ইনি আবার এই বিষয়ে ‘ওস্তাদ’; অর্থাৎ, অন্যান্য অ্যাপলিকেশনের চাইতে ফেসবুকের এই অ্যাপটি তুলনামূলক ভাবে বেশি ব্যাটারি খরচ করে থাকে। এর কারণ হচ্ছে, অনান্য অ্যাপলিকেশনের চাইতে ফেসবুক থেকে আমরা বেশি নোটিফিকেশন পেয়ে থাকি এবং ফেসবুক আমরা বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি দেখে এই নোটিফিকেশনের পরিমাণও স্বাভাবিক ভাবে অনেকটাই বেশি হয়ে থাকে। আর তাই আপনি একটি স্মার্টফোনের ব্যাটারি গ্রাফ যদি ভালোভাবে খুলে দেখেন তবে দেখতে পারবেন ফেসবুকের মাধ্যমেই আপনার ফোনটি ‘ওয়েক’ স্টেটে বেশি এসেছিল! তাহলে বুঝতেই পারছেন, ব্যাটারি সংরক্ষণে এই অ্যাপটি মুছে ফেললে আপনার কিছুটা হলেও উপকার হবে।
র্যাম দখল করে
হ্যাঁ, ব্যাটারির মতই ফেসবুক অ্যাপলিকেশনটি বেশ র্যামও দখল করে রাখে অনান্য অ্যাপলিকেশনের চাইতে। আপনার বিশ্বাস না হলে আগের কম র্যাম সমৃদ্ধ স্মার্টফোনে বর্তমানের অ্যাপটি রান করালেই বুঝতে পারবেন। ল্যাগি ইন্টারফেস লক্ষ্য করবেন। কেননা, যখন আমরা নিউজ ফিড ঘাটতেই থাকি, ঘাটতেই থাকি তখন শুধু ডাটাই নয় বরং র্যাম রিসোর্সও দখল করে নেয় অনেকটাই। এমনকি আমার স্মার্টফোনেও (২গিগা র্যাম) যখন আমি নিউজ ফিড ঘাটতে ঘাটতে অনেক নিচে নেমে আসি তখন ইন্টারফেসটা অনেক ক্ষেত্রেই ল্যাগি হয়ে যায়।
তাহলে উপায়?
আপনি যদি কম র্যাম রিসোর্স সমৃদ্ধ স্মার্টফোন ব্যবহার করে থাকেন এবং একই সাথে ফেসবুক যদি আপনার জন্য একটি ‘মাস্ট টু ইউজ’ টাইপের কিছু হয়ে থাকে তবে আমি বলব আপনি ব্রাউজারে ফেসবুক মোবাইল ব্যবহার করেন। এতে ফেসবুক অ্যাপের জন্য বাড়তি কোন র্যাম বা ব্যাটারি ড্রেইন হবেনা মোটেও। শুধুমাত্র আপনি স্বয়ংক্রিয় নোটিফিকেশন নাও পেতে পারেন তবে তারও বা দরকার কি? ওটাতেতো ডাটাও খরচ হয়, না? এর চেয়ে বরং ম্যানুয়ালিই ব্যবহার করলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন