যে কারণে বিরতিকে আশির্বাদ ভাবছেন সাকিব

দুই দিনের অনাকাঙ্খিত বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি বিপিএলের চতুর্থ আসর। দর্শক-সমর্থকরাও কিছুটা হতাশ।বে ঢাকা ডাইনামাইটসের আইকন খেলোয়াড় সাকিব আল হাসান অবশ্য ভাবছেন অন্যভাবে। খেলা না হওয়া নিয়ে তারও রয়েছে হতাশা তবে তিনি মনে এই তিনদিনে দলীয় বোঝাপড়া বাড়ানোর সুযোগ হয়েছে। অনাকাঙ্খিতভাবে পাওয়া বিরতিতে দেশি-বিদেশী খেলোয়াড়দের মধ্যে পারস্পারিক জানাশোনা টিম স্পিরিট বাড়াতে সহায়তা করবে বলে ধারণা তার।
বিরতি কতটুকু কাজে লাগছে, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘নিজেদেরকে জানার সুযোগ হয়েছে। আমাদের দলের জন্য বিরতি গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা বাড়তি অনুশীলন করার সুযোগ পেয়েছি। সবার একসঙ্গে কথা বলার সুযোগ হয়েছে।’
বরিশাল বুলসের বিপক্ষে মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। সাকিব প্রথম ম্যাচটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান, ‘প্রথম ম্যাচের সব সময়ই আলাদা একটা গুরুত্ব থাকে। ভালো একটা ফলাফল নিয়ে বের হতে পারলে তখন অনেক আত্মবিশ্বাস চলে আসে। আমরা এখন ওখানেই নজর রাখছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন