যে কারণে বেন স্টোকসের জরিমানা করা হলো
এমন দুঃসহ দিন বোধহয় বেন স্টোকসের জীবনে খুব একটা আসেনি! একে তো লজ্জাজনক হার, তার ওপরে বোল্ড হয়ে সাকিব আল হাসানের স্যালুট। এর সঙ্গে যোগ হয়েছে জরিমানা। মিরপুর টেস্টে আচরণবিধি ভাঙার দায়ে স্টোকসের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আজ সকালের সেশনে ঘটনার সূত্রপাত। শুরু থেকে স্টোকসের ওপরে চড়াও হয়ে খেলছিলেন সাব্বির রহমান। ইংলিশ অলরাউন্ডারের এক ওভারে দুটো চারও মেরেছিলেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান। তাতেই ক্ষুব্ধ হয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে কটু কথা বলেছিলেন স্টোকস।
ব্যাপারটা ধরা পড়েছিল দুই আম্পায়ার কুমার ধর্মসেনা আর এস রবির চোখে। তাঁরা ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে স্টোকসকে থামানোর জন্য বলেছিলেন। কুক চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। কারণ সাব্বিরের বিপক্ষে বল করার সময় স্টোকসের আচরণে পরিবর্তন আসেনি।
যার ফলে ভঙ্গ হয়েছে আচরণবিধি। খেলাশেষে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে স্টোকসকে ডেকে পাঠিয়েছিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। স্টোকস নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শুধু ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিয়ে এবারের মতো রেহাই পেয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন