বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে মাহির কাছে লজ্জা পেলেন পরিচালক খোকন

চলতি মাসে ‘হারজিৎ’ ছবির টানা ১০ দিন শুটিং করেন পরিচালক বদিউল আলম খোকন। এই শুটিং চলাকালে পরিচালক খোকনের আগেই শুটিং ফ্লোরে হাজির থেকেছেন মাহি। বিষয়টি নিয়ে মাহির কাছে লজ্জাই পেয়েছেন খোকন। তিনি জানান, ‘ওমর সানী ও মৌসুমীর মতো সিনিয়র শিল্পীরাও সময় মতো শুটিংয়ে এসেছেন, যে কারণে ১০ দিনে ছবির অর্ধেক শুটিং শেষ করা সম্ভব হয়েছে।’ যদিও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অভিনয় শিল্পীদের নিয়ে পরিচালকদের অভিযোগ থাকে যে তারা সময় মতো সেটে আসেন না। তবে ‘হারজিৎ’ চলচ্চিত্রের সেটে ঘটেছে ঠিক উল্টো ঘটনা।

পরিচালক খোকন বলেন, ‘আমরা ঢাকার উত্তরাতে টানা ১০ দিন শুটিং করেছি। এই ছবির মাধ্যমে মাহি আমার সাথে প্রথম কাজ করছেন। অনেক সিনসিয়ার একজন শিল্পী। চলচ্চিত্র বাঁচাতে এমন শিল্পীর এখন অনেক বেশি প্রয়োজন। এমনও হয়েছে যে মাহি মেকআপ নিয়ে সকাল ৮টায় চলে এসেছেন, কিন্তু আমরা ইউনিট নিয়ে এফডিসি থেকে উত্তরা যেতে যেতে ৯টা বেজে গেছে। আমি লজ্জা পেয়েছি। প্রথম থেকে শেষ দিন পর্যন্ত একই রকম সিনসিয়ার ছিলেন মাহি।’

তবে মাহির মতো ঘড়ি ধরে সবাই কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ান না। শিল্পীদের সময়ানুবর্তিতা নিয়ে গতকাল রোববার কথা হচ্ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বারান্দায়। সেখানে উপস্থিত অনেক পরিচালকই শিল্পীদের সময়জ্ঞান নিয়ে অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র পরিচালক বলেন, ‘আমি গত মাসে একটি ছবির শুটিং শেষ করেছি। দুই বছর লেগেছে ছবির কাজটি শেষ করতে। ছবিটি চলতি বছরেই হলে মুক্তি দিতে চাই। আবার ভয়ও পাচ্ছি কারণ দর্শক হলে গিয়ে ছবি দেখবে আর পরিচালক হিসেবে আমাকে বকা দেবে, কী ছবি বানিয়েছি সে বিষয়ে প্রশ্ন তুলবে।’

প্রশ্ন তোলার কারণ বলতে গিয়ে নিজের এক অভিজ্ঞতার কথা ওই পরিচালক বলেন সবিস্তারে, ‘ধরুন সকাল ৮টায় কল টাইম দিয়েছি, আর্টিস্ট এলো চার ঘণ্টা পর। কিন্তু আর্টিস্ট ঠিক সময়ে এলে সকালে সুন্দর একটি পরিবেশ থাকে, মাথাও ঠান্ডা, পুরো ইউনিট নিয়ে সুন্দরভাবে শুটিং করা যায়। অথচ দেখা গেছে বেশির ভাগ সময়ই লাইট, ক্যামেরা সবই রেডি, শুধু শিল্পীর জন্য অপেক্ষা করতে হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর চলে আসছে, বেলা প্রায় ১২টা, এরই মধ্যে পুরো ইউনিট সকালের নাস্তা খেয়ে দুপুরের আগে হালকা নাস্তা খাওয়া শেষ করেছে। এমন সময় শিল্পী এসে উপস্থিত। মাত্র দুটি শট দিয়ে তিনি আবার মেকাপ ঠিক করতে গেলেন। এলেন আড়াই ঘণ্টা পর। তখন বেলা সাড়ে ৩টা বেজে গেছে। মাত্র একটি শট নিয়েই আবার দুপুরের খাবার খেতে চলে যান ওই শিল্পী। বিকেল সাড়ে ৪টা থেকে আলো কমতে থাকে। রাতের শুটিংয়ের জন্য আমরা ইউনিট রেডি করলাম, শিল্পী সেটে আসতে আসতে ৯টা বেজে গেল। বিরক্তি নিয়ে বসে আছে পুরো ইউনিট। ক্যামেরায় একটি দৃশ্য ধারণ করতে গিয়ে ১১টা বেজে গেল। শিল্পী মেকাপ নিতে মেকাপ রুমে যেতে চাইলেন, আর টেকনিশিয়ানরা বাড়তি বিল লেখা শুরু করল। কারণ ১১টার পর এক মিনিট কাজ করলেও তারা আরেক শিফটের বিল নেন। এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার ছবির ১১টি পর্যায়ে শুটিং করেছি। সাতদিনে যে কাজ করেছি সেই কাজ চারদিনে করা যেত। এক কোটি টাকার ছবি দুই কোটিতে শেষ হয় না। কেমন করে ছবি নির্মাণ করব?’

ক্ষুব্ধ পরিচালক আরো বলেন, ‘এ বিষয়ে কার কাছে বিচার চাইব। শিল্পী সমিতিতে কিছু বলে লাভ নেই, পরিচালক সমিতিতে বলেও কিছু হবে না। আমি যদি শুটিং না করে চলে আসতাম তখন দেখা যেত যে অন্য পরিচালক তাকে নিয়ে শুটিং শুরু করেছেন।’

শিল্পীদের সময় মতো সেটে না আসার ব্যাপারে জানতে চাইলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ আমরা পাইনি। কোনো পরিচালক যদি কোনো শিল্পীর কারণে ক্ষতিগ্রস্ত হন তাহলে আমাদের কাছে অভিযোগ করতে পারেন। আমরা সমিতির নিয়ম অনুযায়ী বিচার করব।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এ ধরনের অভিযোগ নিয়ে আমরাও কাজ করতে চাই। শিল্পীদের সাথে কেউ সম্পর্ক নষ্ট করতে চান না, তাই আমাদের কাছে কেউ অভিযোগও করেন না। আবার কেউ যদি এগিয়ে না আসে, তাহলে এর কোনো সমাধানও হবে না। আমি মনে করি, কারো না কারো এই বিষয়ে অভিযোগ নিয়ে এগিয়ে আসা উচিত। তা হলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। অতীতে অনেক শিল্পীকেই আমরা শাস্তি দিয়েছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন