যে কারণে লন্ডনে তৈরি হচ্ছে না বৃহৎ মসজিদ!
ন্ডনের অলিম্পিক পার্কের পাশে একটি বৃহৎ আকারের মসজিদ তৈরি করার কথা থাকলেও সরকার তা তৈরি করা থেকে বিরত থাকার নোটিশ জারি করেছেন। গত ১৩ বছর ধরে ডান চরম্পন্থী দলের সাথে তাবলিগ জামায়াতের বিক্ষোভ চলছে এই স্থানকে ঘিরে। মসজিদ তৈরি করার স্থানে ১০,০০০ জন মানুষ বসবাস করার বাড়ি তৈরি করার প্রস্তাব করা হয়েছে।
সেখানে ইতিমধ্যে একটি অস্থায়ী মসজিদ রয়েছে যার পাশে ২,৫০০ মানুষ বসবাস করেন। উচ্চ আদালত ২০১৩ সালে এই মসজিদ বন্ধ করার আদেশ দেন। কারণ, সেখানে মসজিদ তৈরি করার কোন অনুমতি ছিল না। কিন্তু, তার আদেশ সম্পন্ন করা হয় নি।
গত বছর সেই আদেশের বিরুদ্ধে আরেকবার আপিল করা হয়। তখন তিন সপ্তাহের ইনকোয়েরি বা অনুসন্ধান চলে। তারপর পুলিশ তাদের রিপোর্ট তৈরি করে সরকারের নিকট প্রদান করেন। কিন্তু তারপর যা ঘটল তা শুধুই রহস্যে ঘেরা। তবে টেলিগ্রাফকে একজন কর্মকর্তা জানান, সেখানে মসজিদ তৈরির প্রকল্পটি আপাতত বন্ধ করা হয়েছে।
একটি ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায়, সেখানে যদি মসজিদ তৈরি করা হত তাহলে পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে। তাই আপাতত এসকল কাজ বন্ধ থাকা শ্রেয়।–সূত্র: মেট্রো।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন