যে কারণে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তসলিমা
ভারতে থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তসলিমা নাসরিন। আর সেজন্যে ইতিমধ্যে সরকারের একাধিক জায়গায় বার্তা পাঠিয়েছেন বিতর্কিত এই লেখিকা।
শুধু বিভিন্ন দফতরে বার্তা পাঠানোই নয়, টুইটারেও তসলিমা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। আমাকে কি তাঁর সঙ্গে দেখা করতে দেওযা হবে ? অবশ্যই না। ২৪ বছর ধরে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না তিনি। মৌলবাদীদের ক্রোধের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। নানা দেশ ঘুরে কলকাতাতে এসে থেকে ছিলেন কিছুদিন। কিন্তু কলকাতাতেও বেশিদিন থাকা হয়নি তার। তবে এখন তিনি কেন্দ্রীয় সরকারের পারমিটের ভিত্তিতে নয়াদিল্লিতে অজ্ঞাতস্থানে বসবাস করছেন। তসলিমা বর্তমানে তার সুইডিশ পাশপোর্ট নিযে চলাফেলা করছেন। বাংলাদেশের পাশপোর্টটি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস নবায়ন করেনি।
তসলিমা বাংলাদেশে প্রবেশের অনুমতির পাশাপাশি তার কিছু ব্যক্তিগত সমস্যার সুরাহার জন্যই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আগ্রহী। সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, ঢাকার শান্তিনগরে তসলিমার একটি ২ হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। সেটি তিনি বিক্রি করতে বা ভাড়া দিতে পারছেন না। তিনি দেশে না থাকায় কোনও পাওয়ার অব এটর্নি দিতে পারছেন না তাঁর বোনকে। আর তা দেওয়ার জন্যে এবং পাওযার অব এটর্নীতে বাংলাদেশের কোনও কূটনীতিকের সই প্রযোজন। কিন্তু বহু দেশে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেও তিনি সফল হন নি। আর তাই খোদ হাসিনার কাছ থেকেই বিষয়টির সুরাহা চান। তাঁর আশঙ্কা এককোটি টাকার বেশি মূল্যের এই ফ্ল্যাটটি বেদখল হয়ে যেতে পারে। এছাড়া পিতা-মাতা মারা যাবার পর ময়মনসিংহে তাঁদের যে পৈত্রিক সম্পত্তি রয়েছে তা নিযেও তিনি কোনও আইনি সিদ্ধান্ত নিতে পারছেন না।
অবশ্য তসলিমা টুইটারে লিখেছেন, প্রত্যেকেই হাসিনাকে সমর্থনের কথা বলছেন। কিন্তু কেউই তার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া কিম্বা আমার দেশে ফেরার ব্যাপারে কোনও কথা বলছেন না। তসলিমা আরও লিখেছেন, অশ্লীলতার অভিযোগে ১৯৯৭ সালে শেখ হাসিনা ’আমার মেয়েবেলা’ বইটি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আমি বইটি নিয়ে বহু পুরস্কার পেয়েছি। এবার কি তিনি নিষেধাজ্ঞা তুলে নেবেন? জানা গিয়েছে, তসলিমা হাসিনাকে একটি চিঠি লিখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই চিঠিতে তিনি জানতে চাইবেন তাঁর দোষ কী? তার আরজি এবার দেশে ফিরতে দেঅয়া হোক। পাশাপাশি তার বইয়ের উপর থেকেঅ সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।
– ইন্টারনেট
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন