যে কারণে সেরা ডি ভিলিয়ার্স (ভিডিও)

মারকুটে ব্যাটসম্যান হিসেবে এবি ডি ভিলিয়ার্সের খ্যাতিটা বেশ পুরনো। ব্যাট হাতে বোলারদের তুলোধুনো করাই যার মন্ত্র- সেই ভিলিয়ার্সের বিধ্বংসী রূপটা এবার দেখা গেলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চতুর্থ আসরে। এটাই হয়তো ভিলিয়ার্সকে অন্যান্য ব্যাটসম্যানদের থেকে ভিন্নতা দিয়েছে।
সিপিএলের চতুর্থ আসরে কাইরন পোলার্ডের বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। গতকাল বুধবার রাতে ফাফ ডু প্লেসিসের সেন্ট কিটসের মুখোমুখি হয় ভিলিয়ার্সরা। তবে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষে ২৯ রান তুলতেই তিন উইকেট হারায় বার্বাডোস। এসময় দলের হাল ধরেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত ভিলিয়ার্স।
তবে ১৭তম ওভারে এসেই খানিকটা ধাক্কা খায় বার্বাডোস। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া ক্যারিবিয় বোলার আলজারি জোসেফের পঞ্চম বলটি গিয়ে লাগে ভিলিয়ার্সের হেলমেটের গ্রিলে। বাউন্সারটি গিয়ে হেলমেটে আঘাত করলে ধাক্কা খান এই ব্যাটসম্যান। তবে ক্রিজে ঠায় দাঁড়িয়ে ছিলেন ভিলিয়ার্স এবং জানান, তিনি সুস্থ আছেন।
এরপর কোনরকম মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াই পরের বলটি মোকাবেলার জন্য প্রস্তুত হন এই প্রোটিয়া ব্যাটসম্যান। ওভারের শেষ বলে জোসেফের করা শর্ট ডেলিভারিটি উড়িয়ে সীমানার বাইরে পাঠান এই বিধ্বংসী ব্যাটসম্যান।
জানিয়ে রাখা ভালো, ওই ম্যাচে ৫৪ বলে নয় চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৮২ রান করেন ভিলিয়ার্স। তার ৮২ রানের সুবাদে ভর করেই সেন্ট কিটসকে ২৫ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বার্বাডোস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন