যে কারণে স্থায়ী কমিটি থেকে বাদ পড়লো ২ জন
বিএনপির ৫০২ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৭ জন স্থায়ী কমিটিতে, ৭৩ জন উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক মিলে ১৭৪ জন এবং সদস্য রাখা হয়েছে ২৯৩ জনকে।
শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির ঘোষণা দেন।
ঘোষিত ১৭ সদস্যের স্থায়ী কমিটিতে আগের কমিটির ১৪ জন রয়েছেন। গত স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম ও বেগম সারোয়ারি রহমানকে বাদ দেয়া হয়েছে স্থায়ী কমিটি থেকে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে তাদেরকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে বেগম সারোয়ারি রহমানকে উপদেষ্টামণ্ডলীতে রাখা হয়েছে।
এছাড়া যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যাকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীও (সাকা)বিয়োগ হয়েছেন এই কমিটি থেকে।
ঘোষিত স্থায়ী কমিটির সদস্যারা হলেন, বেগম খালেদা জিয়া স্থায়ী (পদাধিকার বলে), তারেক রহমান (পদাধিকার বলে), ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল ম্ঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ (সর্বশেষ)।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন