যে কারণে স্মার্টকার্ড পাবেন না মিম..!

টেলিভিশন ও বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। তবে বড় পর্দায় এখন একটু বেশিই ব্যস্ত তিনি। এরইমধ্যে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শত ব্যস্ততায় সবকিছু ঠিকঠাক চললেও এখনো সময় করে ভোটার হননি তিনি। ফলে এ অভিনেত্রী পাচ্ছেন না জাতীয় স্মার্ট কার্ড।
এ কারণে ড্রাইভিং লাইসেন্স, আয়করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রাপ্তি, পাসপোর্ট প্রাপ্তি ও নবায়ন, চাকরির আবেদন, স্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয়, বিয়ে রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও ব্যাংক ঋণ, শেয়ার-বিও অ্যাকাউন্ট, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলনে ভবিষ্যতে তিনি বিপদের সম্মুখীন হতে পারেন তিনি।
এ ছাড়া সরকারি কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিমানবন্দরে ই-গেটের মাধ্যমে আগমন ও বহির্গমন সুবিধা, বিমা স্কিম, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, বিভিন্ন ধরনের ই-টিকিটিং, মোবাইল সংযোগ, হেলথ কার্ড, ই-ক্যাশ, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, সিকিউরড ওয়েব লগ ইন, ই-ফরম পূরণে নাগরিকের সঠিক ও নির্ভুল তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংযোজনসহ বাংলাদেশের একজন নাগরিকের সুযোগ-সুবিধা যা আপনি পান, মিম সেটি নাও পেতে পারেন। এমনকি এ কারণে তিনি বিপদের সম্মুখীনও হতে পারেন।
এ প্রসঙ্গে মিম বলেন, ভোটার আইডি কার্ড করব করব বলে এতদিনে করা হয়নি। বাবা সব সময়ই বলেন আইডি কার্ডটা অন্তত করে নিতে। কিন্তু ব্যস্ততার কারণে করা হয়নি।
রমনা থানা নির্বাচনী অফিসার মাহাবুবা মমতা হেনা বলেন, ভবিষ্যতে চাকরির আবেদন, সিম কার্ড ক্রয়, বিদেশগমনসহ সব বিষয় স্মার্ট কার্ডের আওতায় নেয়া হবে। এতে করে যে সব লোক স্মাট কার্ড নেবে না তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন