যে কারনে বিরাটদের পক্ষ নিচ্ছেন আফ্রিদি

তিনি নিজের ক্রিকেট জীবনে বহুবার এই ম্যাচ খেলেছেন। কখনও জিতেছেন, কখনও হেরেছেন। আর নিজের এই অভিজ্ঞতার ভিত্তিতে এই মেগাম্যাচের ফেভারিট হিসেবে শাহিদ আফ্রিদি এগিয়ে রাখছেন বিরাট কোহালির ভারতকেই।
আইসিসি-র ওয়েবসাইটে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আফ্রিদি বলেছেন, ‘‘পাকিস্তানের সমর্থক হওয়ার কারণে আমি অবশ্যই চাইব পাকিস্তান যেন সব ম্যাচ জেতে। বিশেষ করে সেই ম্যাচ যদি ভারতের বিরুদ্ধে হয়। কিন্তু সাম্প্রতিক অতীত এবং ভারতীয় টিমের গভীরতা দেখার পরে আমাকে বলতেই হবে, বিরাটরা এই ম্যাচে একটু হলেও এগিয়ে। ’’
আফ্রিদি মনে করেন, ভারতকে চাপে ফেলতে হলে পাকিস্তানের বোলারদেরই বাড়তি দায়িত্ব নিতে হবে। প্রাক্তন এই পাক অলরাউন্ডারের কথায়, ‘‘সবাই জানে বিরাট কোহালি কোন জাতের ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটিংকে ও-ই নেতৃত্ব দেয়। পাকিস্তানি বোলারদের শুরু থেকেই বিরাটকে আক্রমণ করতে হবে। বিশেষ করে ও যখন ক্রিজে সবে আসবে। বিরাটকে তাড়াতাড়ি ফেরাতে পারলে কিন্তু অল্প রানে আটকে রাখা যেতে পারে। ’’
কোহালির সঙ্গে পাকিস্তানের অতীত সংঘর্ষের কথা টেনে এনে আফ্রিদি দু’টো ম্যাচের কথা বলেছেন। এক, ২০১২ এশিয়া কাপ এবং ২০১৫ বিশ্বকাপ। ‘‘দু’টো ম্যাচের কথাই আমার মনে আছে। দু’টোতেই অসাধারণ খেলেছিল বিরাট। কোহালিকে বল করাটা সব সময়ই চ্যালেঞ্জের। সেটাই মাথায় রাখতে হবে আমাদের বোলারদের,’’ বলেছেন প্রাক্তন পাক অধিনায়ক।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন