যে কারনে ভারতীয় অভিনেত্রীর তিন বছরের জেল হয়েছে!
১৯৯৬ সালে করা একটি জালিয়াতি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ভারতীয় টিভি সিরিয়ালের অভিনেত্রী ইন্দু ভার্মা।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলিন, অভিনেত্রী ভার্মাকে প্রতারণা, জালিয়াতি, ছদ্মবেশ ধারণ এবং চেক আত্মসাতের জন্য দোষী সাব্যস্ত করেন এবং তার পূর্ববর্তী নিয়োগকর্তা, টমাস কুক ভারত প্রাইভেট লিমিটেড কে ২০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।
প্রসিকিউশনের মতে, ৪২ বছর বয়সী ভার্মা, শিবানী অরোরা হিসাবে ছদ্মবেশ ধারণ করেন এবং ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর একটি দোকান থেকে আনুমানিক ১৭.৫০ লাখ টাকার জুয়েলারি ক্রয় করেন। কিন্তু তিনি তখন জাল চেকের ব্যবহার করেন।
এটা স্পষ্ট হয় যে, আসামি (ভার্মা) শুধুমাত্র একজন নিয়োগকর্তার স্বার্থের বিরুদ্ধে অভিনয় করেননি বরং তিনি ১৭.৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। তাই আসামি অবশ্যই শাস্তি পাবার যোগ্য। আদালতের এই আদেশ বুধবার থেকে কার্যকর করা হয়েছে।
তবে আপাতত ভার্মার নিকট এক মাসের সময় রয়েছে। তিনি এর মাঝে আপিল করতে পারবেন। তবে আপাতত ২০,০০০ টাকার মুচলেকা প্রদান করতে হবে ইন্দু ভার্মার।–সুত্র: ইন্ডিয়া টিভি নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন