যে কারনে মাশরাফি-সাব্বিরকে জরিমানা গুণতে হলো..!!
রিভিউ আবেদনে জস বাটলারের এলবিডব্লু আউটকে ঘিরে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে ইংল্যান্ড অধিনায়ককে অফিসিয়ালি তিরস্কার করেছে আইসিসি। কিন্তু জরিমানা গুণতে হলো ম্যাচ সেরা মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানকে।
মাশরাফি ও সাব্বিরকে ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করলেও জরিমানার আওতায় পড়েননি বাটলার। অবশ্য তিনজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট পেতে হলো।
রোববার ইংল্যান্ড দলের ইনিংসের ২৮তম ওভারে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। এর ফল বাংলাদেশের পক্ষে আসে। এ সময় উল্লাসে ফেটে পড়েন মাশরাফি-তাসকিনরা। ওই উদযাপনে অসন্তুষ্ট হয় বাটলার। এ নিয়ে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বাটলারের।
মাশরাফি-সাব্বিরকে জরিমানা, বাটলারকে তিরস্কারসোমবার আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাশরাফি ও সাব্বির আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন। আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটারের আউটের পর তাকে ক্ষ্যাপানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাটলার আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৪ ধারা ভেঙেছেন। তিনি আন্তর্জাতিক ম্যাচে আপত্তিকর বা অপমানজনক ভাষা বা অঙ্গভঙ্গী করেছেন।
গত ২২ সেপ্টেম্বর থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী মাশরাফি, সাব্বির ও বাটলারের ডিসিপ্লিনারি রেকর্ডে ১ পয়েন্ট করে যোগ হয়েছে। ইতোমধ্যেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সময় কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি দেওয়া হয়েছিল সাব্বিরকে। ফলে তার নামের পেছনে ডিমেরিট পয়েন্ট দাঁড়ালো ৩-এ।
আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার সূত্রপাত হয় ইংল্যান্ড ইনিংসের ২৮তম ওভারে। যাতে বাটলারের উইকেট পতনের পর মাশরাফি ও সাব্বিরের উদযাপন বেশি মাত্রায় বাঁধনহারা হয়ে পড়েছিল। যার কারণে অশালীন মন্তব্য করেন ইংলিশ অধিনায়ক।
তিন জনই ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের কাছে কৃতকর্ম স্বীকার করে নেন। এই রায় নিয়ে শ্রীনাথ বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা বাটলারের উইকেট উদযাপনে একটু বেশি বেশিই করেছে। যেটা একজন ব্যাটসম্যানকে অযাচিত আচরণে উদ্বুদ্ধ করেছে। যেখানে অনফিল্ড আম্পায়ারকেও এগিয়ে আসতে হয়েছে। আর আমরা মাঠের খেলায় সর্বোচ্চ মনযোগটাই চাই, যাতে প্রতিপক্ষকে অশ্রদ্ধা বা উস্কে দেওয়া না হয়।’
উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী আগামী ২৪ মাসে এই পয়েন্ট ৪ ও ততোধিক হলে সেই অনুসারে পরবর্তী ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন সাব্বির।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন