শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারনে ৫ নম্বরে বেটিং করলেন তামিম ! ডু প্লেসিসের বিষ্ময়কর ফাঁদ

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারর মতো ওপেনিংয়ে নামতে পারেননি তামিম ইকবাল। অন্যদিকে প্রথমবার ওপেনিং করলেন লিটন কুমার দাস। শুক্রবার সেনউইজ পার্কে মজার ঘটনাই ঘটলো বটে। মনে করা হচ্ছে, তামিম যাতে ওপেনিংয়ে না নামতে পারেন তার জন্যই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডু প্লেসিস অন্যরকম চাল চাললেন গতকাল। তিন উইকেটে তাদের রান যখন ৪৯৬ তখন হুট করেই তিনি প্রথম ইনিংস ঘোষণা দেন। যাতে বিস্মিত সবাই। অপ্রস্তুত বাংলাদেশ দল। শুধু অপ্রস্তুত নয়, বড় ধরনের ঝামেলায়ও পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে। তামিম ছাড়া ইনিংস ওপেন! সে তো কল্পনাই করা যায় না।

যখন মনে করা হচ্ছিলো স্কোর অন্তত ৫৫০-৬০০ তে নিয়ে গিয়ে ইনিংস ঘোষনা করবে দক্ষিণ আফ্রিকা, তখনই সবাইকে হতবাগ করে দিয়ে চা বিরতির পরপরই ইনিংস ঘোষণা করে বসেন প্রোটিয়া অধিনায়ক। চা বিরতির আগে ৪৯ মিনিট মাঠের বাইরে ছিলেন তামিম। তিন দিনের অনুশীলন ম্যাচের প্রথম দিন মংশপেশিতে টান পড়েছিল তামিমের। সেখানে এখনও নাকি কিছুটা সমস্যা রয়েছে। দলের প্রযোজনে তিনি সেই সমস্যা নিয়েও খেলতে নেমেছেন সিরিজের প্রথম টেস্ট। তবে ফিল্ডিং করার সময় একটু অস্বস্তি বোধ করায় ফিজিওর সেবা নিতে চা বিরতির ঠিক ৪৯ মিনিট আগে মাঠ ছেড়েছিলেন তামিম। তামিম চিন্তাও করতে পারেননি এত জলদি ইনিংস ঘোষণা করে বসবেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

টেস্টের নিয়মানুযায়ী ইনিংস ঘোষণার আগে যতক্ষণ মাঠেরই বাইরে থাকবেন প্রতিপক্ষের কোনো খেলোয়াড়, নিজেদের ইনিংসে ব্যাট করতে পারবেন ঠিক ততক্ষণ পর। এই নিয়মের ফাঁদে পড়েই ওপেনিংয়ে নামতে পারেননি তামিম। ওপেনিংয়ে তো নয়ই দুই তিন নম্বরেও নামা হয়নি তার। কারণ ৪৯ মিনিটের আগেই আউট হয়ে যান ইমরুল ও লিটন। শেষমেশ তামিম ব্যাট করতে নেমেছেন পাঁচ নম্বরে। এই পজিশনে তিনি একেবারেই নতুন। তবুও ভালোই করছেন তামিম। ২২ রানে আছেন অপরাজিত। আর দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৭।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অস্বস্তিতেই আছে। তবে দিনের সবচেয়ে বড় অস্বস্তি ছিল ডু প্লেসিসির হুট করে ইনিংস ঘোষণা এবং এর ফলে তামিমের ওপেনিংয়ে নামতে না পারা। মনে করা হচ্ছে, তামিম যাতে ওপেনিংয়ে নামতে না পারেন তার জন্যই এমন চালাকি করেছেন প্রোটিয়া অধিনায়ক। তার হিসেব ‍ছিল, ওপেনিংয়ে নেমে যদি তামিম ভালো ইনিংস খেলেন তাহলে বাংলাদেশ চাপমুক্ত থাকবে। ওপনিংয়ে নেমে অন্যরা ভালো করবেন এমন হিসেব নিশ্চয়ই ছিল না স্বাগতিকদের। হয়েছেও তাই। দুই ওপনোর ফিরে যান জলদি জলদি। অবশ্য স্বাগতিকদের চিন্তার কারণ তামিম ব্যাট করছেন স্বাচ্ছন্দেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির