যে কোন কোম্পানির সার্বিক তথ্য নিয়ে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর
কোনো কোম্পানিতে বিনিয়োগের আগেই সেই কোম্পানি সম্পর্কে সার্বিক তথ্য নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।|
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যেসব কোম্পানিতে বিনিয়োগ করবেন, সেসব কোম্পানির সার্বিক তথ্য নিয়ে তারপর বিনিয়োগ করবেন। কোনো তথ্য না নিয়ে যেখানে সেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে তার দোষ নিজেদের।
শেখ হাসিনা বলেন, জনগণের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ কোথায় করবেন, কীভাবে করবেন এটা জানা একান্তভাবে দরকার।
তিনি বলেন, ক্ষুদ্র বিনিযোগকারীরা যেসব কোম্পানিতে বিনিয়োগ করতে চান সেসব কোম্পানির সম্পর্কে সার্বিক তথ্য জেনে বিনেয়াগ করতে হবে। কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন, তাদের আর্থিক অবস্থা কী, তাদের সক্ষমতা কী কী সব জেনে তারপর বিনিয়োগ করতে হবে। গুজব বা সাধারণ ধারণার ওপর নির্ভর করে কোনো কোম্পানিতে বিনিয়োগ করে সবকিছু হারিয়ে সরকার বা অর্থমন্ত্রীর ওপর দোষ চাপানো যাবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন