‘যে কোনো মূল্যে মুস্তাফিজকে খেলানো হবে’
আনফিট থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজুর রহমানকে খেলানো হবে বলে জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে দুই দল।
এমনিতে বেঙ্গালুরের উইকেটে প্রচুর রান ওঠে। প্রথম ইনিংসে প্রায় ১৭০ গড়ে রান এখানে। ওদিকে আবার ফর্মে থাকা দুই বোলারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। তাই এই ম্যাচে মুস্তাফিজকে যে কোনও মূল্যে খেলাতে চান মাশরাফি।
রবিবার সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক যখন প্রশ্ন করেন মুস্তাফিজের কী অবস্থা-মাশরাফি নির্লিপ্ত হাসি দিয়ে বলেন, ‘মুস্তাফিজ যদি ২০ ভাগও ফিট থাকে তবে পরের ম্যাচ খেলবে। কেননা আমাদের আর কোনও অপশন নেই।
‘মুস্তাফিজ আগের চেয়ে অনেক ভালো আছে। এই ধরনের ইনজুরি থেকে ফিরে আসাটা একটু কঠিন। আগেও বলেছি ২০ ভাগ ফিট থাকলেই মুস্তাফিজ খেলবে। খেলার সুযোগ পেলে মূল বোলার হিসেবে দায়িত্ব পালন করবে মুস্তাফিজ।’
আরাফাত সানির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সাকলাইন সজিব। অন্যদিকে তাসকিনের পরিবর্তে দলে এসেছেন শুভাগত হোম। দুজনের আগামী ম্যাচ খেলার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে বলা কঠিন। তারা দুই জন পুরো রাত জার্নি করে এসেছে। আমাদের টিম নিয়ে এখনও কোনও কথা হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন