যে গাড়ি চলে শুধু পানি দিয়ে…
ক্রমশ পৃথিবী নামক এই গ্রহ জ্বালানি সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে। জ্বালানির প্রয়োজনে এক দেশ অপর দেশের উপর সামরিক হামলা চালাতেও পিছপা হচ্ছে না। তবু এরই মাঝে বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা বিকল্প জ্বালানির অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এই বিকল্প জ্বালানির অনুসন্ধানেই তৈরি হয় সৌরবিদ্যুৎ। যতদিন আগাচ্ছে ততই প্রযুক্তির কল্যাণে জ্বালানি সমস্যা সমাধাণের কাছাকাছি চলে যাচ্ছে মানুষ। এযাবৎ বিকল্প জ্বালানির যে পন্থাগুলো আবিস্কৃত হয়েছে, তার একটিও পুরোপুরি অর্থে প্রকৃতিবান্ধব নয়। ঠিক এমনই এক অবস্থায় ভারতের মধ্যপ্রদেশের এক ব্যাক্তি পানি দিয়ে গাড়ি চালানোর পন্থা আবিষ্কার করে ফেলেছেন। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনতিবিলম্বেই ওই মেকানিকের সঙ্গে সাক্ষাত করতে পারেন এবিষয়ে আলোচনার জন্য।
মধ্যপ্রদেশের সাগর নামক স্থানে বাস করেন রইস মাকরানি। ডিজেল বা পেট্রোল ছাড়াই পানি এবং ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে গাড়ি চালানোর ব্যবস্থা করেছেন তিনি। অবশ্য মাকরানি এখন তার ডিজাইনের প্যাটেন্ট করানোর চেষ্টা করছেন। মূলত ক্যালসিয়াম কার্বাইড হলো একপ্রকার কেমিক্যাল যা শিল্পক্ষেত্রে এসিটিলিন এবং সায়ানামাইড তৈরিতে ব্যবহার কার হয়। আর এই কারণ পানির সঙ্গে যখন ক্যালসিয়াম কার্বাইডকে একত্রিত করা হয়, তখন বিক্রিয়ার অংশ হিসেবে উৎপাদিত হয়এসিটিলিন গ্যাস। এবং এই গ্যাসেই চলে গাড়ি।
অবশ্য রইস মাকরানির দাবি, তিনি এই জ্বালানি এবং গাড়ি নিয়ে ভাবতে শুরু করেন নরেন্দ্র মোদির সাচ্চা ভারত আন্দোলনের কথা মাথায় রেখে। কারণ ভারতকে পরিবর্তনের যে আহ্বান নিয়ে মোদি গত নির্বাচনে লড়াই করেছিলেন, দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ মোদির সেই স্লোগানের উপর ভরসা রেখেই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছিল। আর এখন সেই সংখ্যাগরিষ্ঠ অংশের এক প্রতিনিধি মোদির হাতকে আরও শক্তিশালী করতে বিকল্প জ্বালানি নিয়ে কাজ করছেন।
জানা গেছে খুব জলদিই মাকরানি তার উদ্ভাবিত জ্বালানির পেটেন্ট পেয়ে যাবেন এবং এরপরই তিনি বাণিজ্যিকভিত্তিতে এই জ্বালানির ব্যবহার এবং প্রয়োগ করতে পারবেন। মধ্যপ্রদেশের সাধারণ এক মেকানিক যখন সাচ্চা ভারতের স্বপ্নে দেশবাসী তথা গোটা বিশ্বের মানুষের জন্য দূষণহীন এক জ্বালানির আবিষ্কার করলেন, তখন এই ভারতেই মিছে গরুর মাংস রাখার অপরাধে এক মুসলিম নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়। একটি দেশের সার্বিক উন্নতির জন্য দল-মত-জাতি-বর্ণ নির্বিশেষে সকলেরই অবদাণ রাখার প্রয়োজন হয়। যার প্রমাণ আরও একবার দিলেন পাকিস্তানের বেলুচিস্তান বংশোদ্ভুত ভারতীয় মুসলিম নাগরিক রইস মাকরানি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন