যে গ্রামের পুরুষরা দ্বিতীয় বিয়ে ছাড়া বাবা ডাক শুনতে পারেন না!
যদি বলা হয়, অদ্ভূত রীতির দেশ কোনটি ? তাহলে সহসাই সেখানে উত্তর আসবে ভারত। কারণ এশিয়ার বৃহত্তম এই দেশটিতে রয়েছে এমন রীতি যা যথারীতি মানুষকে অবাক করে দেয়।
দেশটির প্রতিটি রাজ্য, জেলা বা গ্রামের রয়েছে নিজস্ব রীতি। আর কিছু রীতি এতটাই অদ্ভূত যে, শুনে প্রথমে বিশ্বাস করাই মুশকিল। যেমন, রাজস্থানের একটি গ্রামে দ্বিতীয় বিয়ে না করলে বাবা হতে পারেন না পুরুষরা!
রাজস্থানের বাড়মেঢ়ের এই গ্রামে ৭০টি পরিবারের বাস। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে দ্বিতীয় বিয়ে না করলে সন্তানের মুখ দেখতে পারেন না পুরুষরা!
ইন্ডিয়া ডটকম ও ইন্ডিয়া টুডে’র খবরে প্রকাশ, দ্বিতীয় বিয়ে করলেই একের পর এক সন্তান হতে থাকে তাদের। এমনভাবেই কেউ ৪ ছেলের তো কেউ ৫ মেয়ের বাবা হয়েছেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের অনেকে প্রথম বিয়ে করার পর ৫৫ বছর পর্যন্ত অপেক্ষা করেছেন। কিন্তু সন্তান হয়নি তাদের। তারপর দ্বিতীয় বিয়ে করতেই গর্ভবতী হয়েছেন দুই স্ত্রী। ফলে গ্রামের প্রায় সব পুরুষেরই রয়েছে দু’টি করে স্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন