যে চার তারকাকে বঞ্চিত করলো বিপিএল!
বিপিএলের তৃতীয় আসরে মোট ৫৭ জন খেলোয়াড় ‘প্লেয়ার বাই চয়েস’-এর মাধ্যমে দল পেয়েছেন। তবে, এরই মাঝে বঞ্চিত হয়েছেন চারজন ক্রিকেটার। তবে, সেটা আগামী সাত দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আলোচনা সাপেক্ষে বাদ পড়া খেলোয়াড়দের কাউকে কাউকে দলে নিতে পারবেন।
বাদ পড়া খেলোয়াড়রা হলেন- পেসার রবিউল হোসেন, ব্যাটসম্যান মার্শাল আইয়ুব, লেগ স্পিনার যুবায়ের হোসেন লিখন, ব্যাটসম্যান অলোক কাপালী। তবে, এই খেলোয়াড়রা এখনও দল পেতে পারেন।
দেশি ক্রিকেটারদের দলবণ্টন শেষে জায়গা করে নিয়েছেন মোট ৫৭ জন খেলোয়াড়। আর বিপিএলের গভর্নিং কাউন্সিলের দেয়া তালিকায় এর জন্য বিবেচিত হয়েছিলেন মোট ১২৪ জন। আর ছয় জন আইকন খেলোয়াড়ও যার যার দল পেয়েছেন। ফলে, সব মিলিয়ে ৬৩ জন দেশি ক্রিকেটার এখন পর্যন্ত সুযোগ পাচ্ছেন বিপিএলে!
এছাড়াও অলরাউন্ডার মেহরাব হোসেন জুনিয়র, ব্যাটসম্যান রকিবুল উইকেটরক্ষক-ব্যাটসম্যান সগির হোসেন, উদ্বোধনী ব্যাটসম্যান নাজিম উদ্দিন, পেসার মোহাম্মদ শরীফ ও বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভরাও কোনো দল পাননি। এদিকে, এবারও দল পাননি রাজিন সালেহ, তুষার ইমরানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন