যে ডায়লগ বলতে রাজি হচ্ছেন না সানি লিওন

ছোট পর্দায় সানি লিওনের সিরিয়াল ‘ভাভি জি ঘর পর হ্যায়’-নিয়ে সমস্যা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, সিরিয়ালের একটা ডায়লগ সানি লিওন কিছুতেই বলতে রাজি হচ্ছেন না।
এ কারণে পরিচালকের সঙ্গে নাকি কথা কাটাকাটিও হয় সানির। এর জন্য শ্যুটিংয়ের কাজ ঘণ্টাখানেক পিছিয়েও যায়। সিরিয়ালের বাকি কলাকুশীলবরা এ নিয়ে প্রযোজকের কাছে অভিযোগও জানিয়েছেন।
কিন্তু, কোন ডায়লগ বলা নিয়ে সমস্যা সানির? ডায়লগটা হল ‘সাহি পাকড়া হ্যায়’ । সানি লিওন এ সিরিয়ালে আঙুরি ভাবির চরিত্রে অভিনয় করছেন। আঙুরি ভাবি সিরিয়ালে বারবার এ কথা বলবেন। কিন্তু, সানি বলছেন, ডায়লগটা তিনি বললে আলাদা মনে হবে। চরিত্রের সঙ্গে যাবে না। তাই তিনি এ ডায়লগের পরিবর্তে অন্য কিছুর সাজেশান দিয়েছেন।
অনেকে বলছেন, আসলে ডায়লগটা হিন্দিতে বলতে সানি বেগ পাচ্ছেন, তাই বলতে চাইছেন না। পরে অবশ্য সব ঠিক হয়ে যায়। শ্যুটিংয়ে সানি লিওন ১০ বার ”সাহি পাকড়া হ্যায়” ডায়লগটা বলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন