যে দুটি ভুলে চিরতরে হারাতে পারেন ফেসবুক একাউন্ট!
সাম্প্রতিক সময়ে ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া অহরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। সামান্য দুটি ভুলের কারনে আপনার ফেসবুক একাউন্ট টি চিরতরে হারাতে পারেন। আর এই ভুল দুটো চোরেরা আপনার সামনে এমন সুন্দর করে টোপ ফেলবে আপনি যদি সামান্যতম সচেতন না হন তাহলে হারাতে পারেন আপনার ফেসবুক একাউন্ট টি। তো জেনে নিন কোন দুটো ভুল সকল সমস্যার মূলঃ-
(১) ফ্রি ফেসবুকঃ
বিনামূল্যে ফেসবুক চালানোর টোপ দিয়ে আপনার ফেসবুক একাউন্ট টি চুরি করতে পারে চোরেরা। সাথে আপনার সকল গোপন তথ্য, ছবি এমনকি ভিডিও। পিসিতে ফেসবুক চালানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আপনার ফেসবুক এড্রেসটি (https://) দিয়ে শুরু কিনা। যদি (https://) দিয়ে এড্রেস শুরু না হয় তবে আপনি ৯৯% বিপদের মধ্যে থাকতে পারেন। তাই ব্যাপারটা খুব খেয়াল করে ফেসবুক চালান। অন্যদিকে, মোবাইলে অনেক সময় অনেক বিজ্ঞাপনের মাধ্যমে ফ্রি ফেসবুক চালানোর লিংক দেয়া হতে পারে। সেক্ষেত্রেও খেয়াল রাখবেন এড্রেস বক্সে (https://) দিয়ে শুরু কিনা। এছাড়াও অনেক টোপ দেয়া এড্রেস পাওয়া যায় যেখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়েছেন তো মরেছেন! যেমনঃ- facebook.wapka.mobi, freefacebook.wen.ru ইত্যাদি। এধরনের পেজে গেলে সাধারন ফেসবুকের মতোই আইডি পাসওয়ার্ড চাইবে। আর আইডি পাসওয়ার্ড দিয়েছেন তো মরেছেন! সুতরাং এগুলো খেয়াল রেখে ফেসবুক চালান। তবে মোবাইলের ক্ষেত্রে সবথেকে নিরাপদ হলো “ফেসবুক এ্যাপের” মাধ্যমে ফেসবুক চালানো। এটা ১০০% নিরাপদ।
(২) অটো লাইকঃ
আপনার পোষ্ট করা ছবি, লেখা বা ভিডিও যদি ভালো মানের হয় তবে এমনিতেই সেটাতে অনেক লাইক এবং শেয়ার পাবেন। অযথা ফাও অটো লাইকের পিছনে ছুটলেও আপনার ফেসবুক আইডিটি হারাতে পারেন। কারন, এগুলা চোরেরা আপনার সামনে টোপ হিসেবে ব্যবহার করে। কোন লেখা কপি পেষ্ট না করে চেষ্টা করুন ইউনিক কনেন্ট পোষ্ট করার জন্য। ধন্যবাদ।
একটু সচেতন হউন, আপনার মূল্যবান ফেসবুক একাউন্ট রক্ষা করুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন