বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে নায়কের বিপরীতে অভিনয়ে পূর্ণিমার আপত্তি।

চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করেছেন গতকাল ১৫ মে। ১৯৯৮ সালের এই দিনে মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেন রিয়াজের বিপরীতে। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের ভালোবাসা আদায়ের পাশাপাশি অর্জন করেছেন জাতীয় পর্যায়ের সম্মাননা। অভিনয়জীবনের ২০ বছরে এসে নিজের উপলব্ধি ও সামনের দিনের প্রত্যাশা নিয়ে গতকাল সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন মনজুর কাদের

অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করলেন। এ নিয়ে আপনার উপলব্ধি কী?

নিয়মিত ও অনিয়মিত থেকে কখন যে ২০ বছর হয়ে গেল, টেরই পেলাম না! আমার কাছে এখনো মনে হয়, এই তো কিছুদিন আগে সিনেমায় অভিনয় করতে এসেছি। কিন্তু ২০ বছরের অভিজ্ঞতা আসলে হয়ে ওঠেনি। আরও অনেক জানার দরকার। অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন। শেখার এখনো অনেক কিছু বাকি।

তাহলে সামনের দিন নিয়ে নতুন পরিকল্পনা করছেন নিশ্চয়?

একদম তাই। দর্শকদের কাছে নতুন করে পূর্ণিমাকে উপস্থাপন করার পরিকল্পনা আছে। এমন পরিকল্পনা, যা দিয়ে আগামী ২০ বছর পার করে দিতে পারি। কিন্তু কবে যে শুরু হবে, এটা পুরোপুরি জানি না, বলতে পারছি না। তবে শুরু যে করতে হবে, এটা হবে, এটুকু বলতে পারছি।
চলচ্চিত্র অভিনেতা আলমগীর পরিচালিত ও প্রযোজিত সিনেমায় আপনি তো এখন আর অভিনয় করছেন না?

‘একটি সিনেমার গল্প’ থেকে আমি সরে আসিনি বা উনিও (আলমগীর) আমাকে বাদ দিয়েছেন—এমন কিছুও না। ব্যাপারটা একবারে আমাদের নিজেদের বোঝাপড়ার মধ্যেই হয়েছে। তাঁর সঙ্গে সিনেমাটি অভিনয়ের ব্যাপারে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছিল। তিনি বলেছিলেন, আমাকে তাঁর সিনেমায় নিতে পারেন। এরপর আমি কিন্তু কোথাও এ বিষয়ে কোনো কথা বলিনি। যাঁরা এ বিষয়ে সংবাদ ছেপেছেন, তাঁরা নিজ দায়িত্বে করেছেন। আমি নিজে থেকে কারও সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত না হই, ততক্ষণ কাউকে কিছুই বলি না।

তাহলে ঠিক কী কারণে আপনাদের একসঙ্গে সিনেমাটিতে অভিনয় করা হচ্ছে না?

তিনি (আলমগীর) বলেছেন, যাঁর সঙ্গে আমাকে নেওয়ার কথা, তিনি এখন আর তাঁকে পাচ্ছেন না। শুরুতে শোনা গিয়েছিল ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় প্রসেনজিৎ অভিনয় করবেন, তাঁরই বিপরীতে আমার অভিনয় করার কথা ছিল। এখন প্রসেনজিতের চরিত্রে আলমগীর স্যার নিজেই অভিনয় করছেন। তাঁর সঙ্গে আমাকে নায়িকা মানাবে না, সে কারণে তিনি আমাকে বললেন, ‘বাবা, আমার সঙ্গে তোকে নায়িকা মানাবে না, তা না হলে তোকে নিতাম।’ বিষয়টা তিনি খুব সুন্দরভাবেই বলেছেন। এ–ই হচ্ছে ব্যাপার।

নতুন কাজ শুরু করবেন কবে?

আমি আজ (সোমবার) রাতেই নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছি। শুধু বেড়ানোর জন্যই সেখানে যাচ্ছি। সঙ্গী হিসেবে আছে আমার একমাত্র মেয়ে। আমরা মা-মেয়ে ঘুরব। দেশে ফিরে তবেই নতুন কাজের ব্যাপারে ভাবব।

-Prothom Alo

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত