বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে নায়িকারা বিয়ের আগেই সন্তান ধারণ করেছেন

হলিউড যা পারে বলিউড এখনও তা পারে না! জেসিকা আলবা থেকে অ্যাঞ্জেলিনা জোলি- সকলেই বিয়ে ঘোষণা করার অনেক আগেই নিজের নিজের প্রেসগন্যান্সির খবর প্রকাশ করে দিয়েছিলেন। খুশি খুশি। কিন্তু বলিউড তা পারেনি। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বলিউ়়ড স্টার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন:

শ্রীদেবী: বনি কপূরের সঙ্গে বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের তখনও প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়নি। তার অনেক আগেই তিনি অন্তঃসত্ত্বা হন। বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ে হওয়ার কয়েক মাস পরেই বড় মেয়ে জাহ্নবীর জন্ম। তবে বিয়ের আগে তার প্রেগন্যান্সির কথা তিনি লুকিয়ে রাখেননি।

কঙ্কনা সেনশর্মা: সহ-অভিনেতা রণবীর শোরের সঙ্গে তিনি বিয়ে করেছিলেন ২০১০ সালের ৩ সেপ্টেম্বর। আর ২০১১ সালের মার্চ মাসেই কঙ্কনার ছেলে হারুন জন্ম নেয়। যাতে আন্দাজ করাই যায় যে তিনি বিয়ের আগে থেকেই অন্তসত্ত্বা ছিলেন। এমনকি তাদের দু’জনের বিয়েও খুব একটা ধুমধাম করে হয়নি। মিডিয়ার কাছে কানাঘুষো খবর ছিল কঙ্কনার প্রেগন্যান্সির জন্যই রণবীর তাকে বিয়ে করতে বাধ্য হন। যদিও কখনই তিনি সবটাই অস্বীকার করেছিলেন। রণবীরের সঙ্গে তার ডিভোর্সও হয়ে গিয়েছে।

সারিকা: কামাল হাসানের দ্বিতীয় স্ত্রী হলেন সারিকা। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই সারিকার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। লিভ ইন রিলেশনে থাকার সময়ই সারিকার বড় মেয়ে শ্রুতি হাসানের জন্ম। এরও অনেক পরে দু’জনে বিয়ে করেন। জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তান আকশারার।

অমৃতা অরোরা: অভিনেত্রী অমৃতা অরোরার আচমকা বিয়ের ঘোষণা অবাক করারই মতো ছিল। আচমকাই তিনি ব্যবসায়ী বয়ফ্রেন্ড শাকিলের সঙ্গে বিয়ের ঘোষণা করেন। বিয়ের মাস খানেকের মধ্যেই তিনি মা হন।

বিনা মালিক: ‘বিতর্ক রানি’ বিনা মালিকও এই তালিকায় রয়েছেন। দুবাইয়ের এক ব্যবসায়ীকে তিনি বিয়ে করেছিলেন।
তখন তিনি নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। যা আবার তার প্রাক্তন প্রেমিকের সন্তান। যদিও বিনা এসব নিয়ে খুব একটা মাথা ঘামানে চাননা।

সেলিনা জেটলি: মিস ইন্ডিয়া ইউনিভার্স সেলিনার দুই যমজ সন্তান। তৎপরতার সঙ্গে দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরেই তিনি তার প্রেগন্যান্সির খবর জানান।
২০১১ সালের জুলাইয়ে তারা বিয়ে করেন। সে বছরই তার যমজ সন্তানের জন্ম হয়।

মহিমা চৌধুরী: ২০০৬ সালে খুব গোপনীয়তা বজায় রেখে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে। তার কয়েক মাসের মধ্যেই তার কন্যা সন্তানের জন্ম। তার যাবতীয় রিলেশনশিপ এবং ব্রেকআপ-র খবর মিডিয়ার কাছে অজানা নয়, কিন্তু তার বিয়ে এবং প্রেগন্যান্সির খবর দীর্ঘদিন পর্যন্তই একটা বড় চমক ছিল।

নিনা গুপ্ত: ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের সঙ্গে তার রিলেশন ছিল। কিন্তু রিচার্ড তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাননি। সে কারণে নিনার সঙ্গে তার বিয়েও হয়নি। তবে তার সঙ্গে রিলেশনে থাকাকালীনই নিনা অন্তঃসত্ত্বা হন। মেয়ে মাসাবার জন্ম দেন তিনি।– ওয়েবসাইট।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন