যে প্রাণীটি সমূলে বিনাশ করা অসম্ভব
ছারপোকার উৎপাত নিয়ে কম গবেষণা হয়নি এ পর্যন্ত।এতো গবেষণার পরও ক্ষুদ্র এই আজব প্রাণীটি ধ্বংস করা সম্ভব হয়নি আজো। উপরন্তু গবেষকদের কাছে নতুন করে ভাবনার কারন হয়ে দাঁড়িয়েছে এই প্রাণীটি। সর্বশেষ যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণায় দেখা যাচ্ছে, ছারপোকাদের কীটনাশক সহ্য করার ক্ষমতা আগের তুলনায় বেড়েছে।
বিজ্ঞানীরা বলছেন, সিনসিন্যাটি এবং মিশিগানে ছারপোকার ওপর পরীক্ষা চালিয়ে তারা দেখেছেন এদের ধ্বংস করতে হলে আগে যে কীটনাশক ব্যবহার করতে হতো এখন তার শক্তি আগের চেয়ে একহাজার গুণ বেশি দরকার হয়।
কীটনাশক ওষুধ ব্যবহার না করে কিভাবে ছারপোকার বংশ উজাড় করা যায়, এখন সেটাই ভাবার সময় এসেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি এবং দেশে বিদেশে মানুষের ভ্রমণ বেড়ে যাওয়ার ফলে চ্যাপ্টা আকারের ছারপোকা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
বিশেষভাবে সস্তা হোটেলগুলোতে এর উপদ্রবে মানুষ এখন অতিষ্ঠ।
হোটেলের অতিথিরা ঘুমিয়ে পড়ার পর এরা রক্তপান শুরু করে এবং পরের দিন হোটেলের অতিথি জেগে ওঠেন দেহে চুলকানি আর ছোপ ছোপ লাল দাগ নিয়ে।
হোটেল থেকে এখন এরা ছড়িয়ে পড়ছে বাসাবাড়িতে যেখান থেকে এদের নির্মূল করা প্রায় অসম্ভব।গবেষকরা বলছেন, ছারপোকা রক্তপান না করে এক বছর পর্যন্ত বেঁছে থাকতে পারে।আর একটি মেয়ে ছারপোকা পুরো একটি বহুতল ভবনে বাচ্চাকাচ্চা ছড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন