যে বিষয় নিয়ে একই মত কোহলি-মাশরাফির
সেবার ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাশরাফিদের প্রতিপক্ষ ছিল ভারত। টস জিতে ব্যাটিংটা ভালোই শুরু করেছিল কোহলির দল। সেদিন বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়। রোহিত শর্মা ও সুরেশ রায়নার দুটি নিশ্চিত আউট পায়নি বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের আউটটাও বেশ বিতর্ক ছড়ায়। এরপর থেকেই বাংলাদেশের ক্রিকেটে ভারতবিরোধী মনোভাব দানা বাঁধে। ভারতের বিপক্ষে ম্যাচ হলেই সেদিনের সেই ম্যাচের কথা মনে করেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে কোহলির ভারত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে এলো সেদিনের সেই ম্যাচের কথা। তবে বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহ দেখালেন না ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘২৪ মাস পার হয়ে গেছে সেই ম্যাচের। আমার মনে হয় না, কেউ এখনো সেই ম্যাচটার কথা ভাবে। এরপর বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি আমরা। আর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছুই ঘটে। তাই এটা নিয়ে চিন্তা করছি না আমরা। ’
এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভাবনাও ঠিক একই রকম। দুই বছর আগের সেই ম্যাচ নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে রাজি নন তিনি, ‘সেই ম্যাচের পর আমরা তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। খেলোয়াড় হিসেবে আমরা সেই ম্যাচটার কথা ভুলেই গেছি। আগামীকাল আমরা আরেকটা নতুন ম্যাচ খেলব। এখন আমরা শুধু এই ম্যাচের কথাই ভাবছি। ’
সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মার ১৩৭ রানের সুবাদে ভারত ৩০২ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ তিন উইকেট শিকার করেন। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ১৯৩ রানে গুটিয়ে যায়।
কোহলি-মাশরাফিরা সেই ম্যাচ নিয়ে নতুন করে আলোচনা করতে না চাইলেও দুই দেশের ক্রিকেট সমর্থকেরা নিশ্চয়ই চায়ের কাপে ঝড় তুলবেন ২০১৫ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালটি নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যেন সেই হারের প্রতিশোধ নেওয়া যায়, এমন প্রত্যাশাই থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন