যে ভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা

বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। উরির বদলা নিতে ও প্রতিবেশী রাষ্ট্রে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদীদের খতম করতেই এই অভিযান চালান বলে ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে।
বুধবার রাতে অপারেশন সীমান্তের ওপারে অদূরে পাকিস্তানে জঙ্গিদের লঞ্চ প্যাডে আক্রমণ চালায় ভারতীয় সেনা। স্পেশাল ফোর্সের এই অপারেশন চলে মোট ৪ ঘণ্টা ধরে। রাত ১২টা ৩০ মিনিট থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত অপারেশন চালানো হয়
সীমান্ত পেরিয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সূত্রের খবর, ভারতীয় কম্যান্ডোরা পাকিস্তান সীমান্ত পেরিয়ে তিন কিলোমিটার পর্যন্ত ভিতরে চলে গিয়েছিলেন। এভাবেই ‘লাইন অব কন্ট্রোল’ এর ওপারে অপারেশন চালায় সেনা। পোশাকি ভাষায় যার নাম ‘সার্জিক্যাল স্ট্রাইক’।
জানা গিয়েছে, বুধবার রাতে ভারতীয় সেনা এই প্রত্যাঘাত ভীমবার, কেল ও লিপা সেক্টরে পাকিস্তানের দিকে সীমান্তে চালিয়েছে।
প্রথমে আকাশপথে উড়ে গিয়ে সীমান্তের ওপারে যায় ভারতীয় সেনা। তারপরে নিচে নেমে একেরপর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে।
সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে বিকেল ৪টের সময়ে একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন